SVF-এ ফিরছেন দেব, আরও একটি ব্লকবাস্টার ছবির অপেক্ষায় সিনেমাপ্রেমীরা!
এ ছবির প্রেক্ষাপট এক্কেবারেই আলাদা।
![SVF-এ ফিরছেন দেব, আরও একটি ব্লকবাস্টার ছবির অপেক্ষায় সিনেমাপ্রেমীরা! SVF-এ ফিরছেন দেব, আরও একটি ব্লকবাস্টার ছবির অপেক্ষায় সিনেমাপ্রেমীরা!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/10/23/214827-7409750-43567657575-90-8-064095743095.jpg)
নিজস্ব প্রতিবেদন: অবশেষে ফের একবার ভেঙ্কটেশ ফিল্মস ফিরছেন দেব। SVF-এর প্রযোজনায়, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে দেখা যাবে অভিনেতা দেবকে। না, এটা ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'গুপ্তধন' ফ্রাঞ্চাইজির কোনও ছবি নয়। এ ছবির প্রেক্ষাপট এক্কেবারেই আলাদা।
প্রযোজনা সংস্থা SVF-এর তরফে জানানো হচ্ছে, ইতিহাসের প্রক্ষাপটে হেঁটেই তৈরি হবে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবির চিত্রনাট্য। জানা যাচ্ছে, বাংলার নবজাগরণের সমসাময়িক সত্যি ঘটনার অবলম্বনেই তৈরি হতে চলেছে এই ছবি। অর্থাৎ এটি একটি পিরিয়ড ফিল্ম হতে চলেছে বলে জানাচ্ছে SVF। এবিষয়ে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানানচ্ছেন, ''এই স্বপ্নের প্রকল্পের কথা আমি ভাবতে পারছি শুধুমাত্র SVF ও দেব একসঙ্গে আসছে বলেই। আমি ভীষণই খুশি যে এই প্রকল্পের কথা শোনা মাত্রই দেব ও SVF দ্বিতীয়বার না করেই এটার জন্য হ্যাঁ করে দেয়। ছবির বিষয়বস্তু বাংলা ছবির জন্য এক্কেবারেই যথোপযুক্ত।''
আরও পড়ুন-পরিচালক শ্রীকুমার মেননের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর
অন্যদিকে SVF-এর প্রযোজনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবিতে কাজ করা প্রসঙ্গে দেব বলেন, ''SVF-এর সঙ্গে কাজ করা সব সময়ের জন্য আনন্দের। পরিচালনা ও চিত্রনাট্য লেখার ক্ষেত্রে ধ্রুব ভীষণই প্রতিভাবান। আমি সৌভাগ্যবান যে এধরনের একটা চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি। আমি আমার সাধ্যমত চেষ্টা করব।''
SVF-এর প্রযোজনায় এটা ১৫০তম ছবি হতে চলেছে। এবছরই শীতে শুরু হবে এই ছবির শ্যুটিং। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালে। ২০২০ এটা বাংলা ছবির দুনিয়ায় এটা একটা মাইলস্টোন হতে চলেছে বলে মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা। প্রসঙ্গ, দেব অভিনীত, SVF প্রযোজিত আমাজন অভিযান একটি ব্লকবাস্টার ছবি।