বিগ বসের ঘরে দুই মহিলার প্রকাশ্যে চুম্বন, ভাইরাল ভিডিও
দুই মহিলার প্রকাশ্য চুম্বনে আপত্তি জানানো হয়েছে বিভিন্ন অংশের তরফে
![বিগ বসের ঘরে দুই মহিলার প্রকাশ্যে চুম্বন, ভাইরাল ভিডিও বিগ বসের ঘরে দুই মহিলার প্রকাশ্যে চুম্বন, ভাইরাল ভিডিও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/25/125750-pagebiiidiiiii-bossss.jpg)
নিজস্ব প্রতিবেদন : বন্ধ করে দেওয়া হোক বিগ বস-এর শুটিং। বসের ঘরে যে ধরনের ‘কীর্তি’ করা হচ্ছে, তাতে অন্যরকম বার্তা পৌঁছচ্ছে দর্শকদের কাছে। অবাক লাগছে শুনতে? ভাবছেন, সলমন খানের বিগ বস ১২ তো এখনও শুরু হয়নি, তাহলে বন্ধ করার কথা আসছে কেন?
আরও পড়ুন : আংটি বদলের পরও কেন ভেঙে গেল অভিষেক-করিশ্মার বিয়ে, কারণ জানেন?
ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি শুরু হয়েছে বিগ বস তামিল টু-এর শুটিং। যেখানে ‘লাক্সারি বাজেট টাস্ক’-এ এক একজনকে এক এক রকম কাজ দেওয়া হয়। আর সেখানেই ঐশ্বর্য দত্ত এবং জননি আইয়ার নামে দুই প্রতিযোগীকে একে অপরকে চুম্বন করতে দেখা যায়। ঐশ্বর্য এবং জননির ওই ভিডিও প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। দেখুন সেই ছবি..
বিগ বস তামিল টু-এর ওই ভিডিও ভাইরাল হতেই তা দক্ষিণ ভারতের ফিল্ম ফেডেরেসনের তরফে আপত্তি জানানো হয়। এবং বিগ বস-এর শুটিং যাতে বন্ধ করে দেওয়া হয়, সেই দাবিও তোলা হয়েছে বিভিন্ন অংশের তরফে।