গোয়ার সৈকতে করণের সঙ্গে বিপাশার নাচ, ভাইরাল ভিডিও
গোয়ায় গিয়ে কেক কেটে, করণের সঙ্গে নেচে, বিবাহ বার্ষিকী পালন করলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।
![গোয়ার সৈকতে করণের সঙ্গে বিপাশার নাচ, ভাইরাল ভিডিও গোয়ার সৈকতে করণের সঙ্গে বিপাশার নাচ, ভাইরাল ভিডিও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/05/02/119069-pagebip.jpg)
নিজস্ব প্রতিবেদন : বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে মুম্বই ছেড়ে সোজা গোয়ায়। আর গোয়ায় গিয়ে কেক কেটে, করণের সঙ্গে নেচে, বিবাহ বার্ষিকী পালন করলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।
আরও পড়ুন : কার সঙ্গে রয়েছেন করিনা?
গোয়ার সমুদ্র সৈকতে, যখন করণের সঙ্গে কেক কাঁটতে হাজির হলেন বাঙালি অভিনেত্রী, নরম আলোয় সেই দৃশ্য যেন আরও মোহময়ী হয়ে ওঠে। করণ, বিপাশার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। দেখুন সেই ভিডিও..
দ্বিতীয় বিবাহ বার্ষিকী উপলক্ষে করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু যখন গোয়ায় পাড়ি দেন, সেই থেকেই সরগরম হয়ে ওঠে পেজ থ্রি-র পাতা। ওই সময় নিজেদের ২ বছরের যাত্রা পথের একটি ভিডিও-ও আপলোড করেন বিপাশা। কিন্তু, বিবাহ বার্ষিকীর সেলিব্রেশনের কোনও ছবি সামনে আসেনি। অবশেষে করণ, বিপাশার বিবাহ বার্ষিকীর সেলিব্রেশনের ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।