গল্পটা লেখাই থাকল, 'মহারাজ' হয়ে ওঠা হল না বিনোদ খান্নার

আর না... থামলেন বিনোদ খান্না। তাঁর বন্ধুরা এখনও জীবনের প্রতি স্পর্ধা দেখিয়ে এগিয়ে যাচ্ছেন। এক একটা দশক করে জীবনের বয়স বাড়ছে তাঁদেরও। তবে এটাই বোধহয় 'বিনোদের বিনয়'। না, আর না। জীবনকে আলবিদা বলে মৃত্যুকে আলিঙ্গন করে নিলেন বলিউডের 'ম্যাটিনি আইকন' বিনোদ খান্না। ৭০'ই শ্রেষ্ঠ সময়, এখনই বিদায় জানাতে হবে, সিদ্ধান্তটা বোধহয় মনে মনেই নিয়ে ফেলেছিলেন। ৩১ মার্চ বাড়ি থেকে বেড়িয়ছিলেন দেহে প্রাণ নিয়েই, হাসপাতাল থেকে ২৭ দিন পর ২৭ এপ্রিল যখন বাড়ি ফিরবেন তখন তিনি কেবল নিথর দেহ। বিনোদ খান্নার নামের আগে যত বিশেষণই এতদিন পর্যন্ত দেওয়া হোক না কেন, যেটা কোনও দিন লেখা হয়নি সেটাই এবার লিখতে হবে, 'স্বর্গীয়'।  'জিন্দেগি, কেইসি ইয়ে পহেলি হ্যা হায়...কাভি হাসায়ে, কাভি রুলায়ে...', আনন্দ সিনেমার এই গান দিয়ে একদিন শেষ বিদায় জানাতে হয়েছিল বলিউডের 'কাকা' রাকেশ খান্নাকে, এবার সেই সুরেই নিজেকে সামিল করলেন বিনোদ খান্না। 

Updated By: Apr 27, 2017, 01:36 PM IST
গল্পটা লেখাই থাকল, 'মহারাজ' হয়ে ওঠা হল না বিনোদ খান্নার

ওয়েব ডেস্ক: আর না... থামলেন বিনোদ খান্না। তাঁর বন্ধুরা এখনও জীবনের প্রতি স্পর্ধা দেখিয়ে এগিয়ে যাচ্ছেন। এক একটা দশক করে জীবনের বয়স বাড়ছে তাঁদেরও। তবে এটাই বোধহয় 'বিনোদের বিনয়'। না, আর না। জীবনকে আলবিদা বলে মৃত্যুকে আলিঙ্গন করে নিলেন বলিউডের 'ম্যাটিনি আইকন' বিনোদ খান্না। ৭০'ই শ্রেষ্ঠ সময়, এখনই বিদায় জানাতে হবে, সিদ্ধান্তটা বোধহয় মনে মনেই নিয়ে ফেলেছিলেন। ৩১ মার্চ বাড়ি থেকে বেড়িয়ছিলেন দেহে প্রাণ নিয়েই, হাসপাতাল থেকে ২৭ দিন পর ২৭ এপ্রিল যখন বাড়ি ফিরবেন তখন তিনি কেবল নিথর দেহ। বিনোদ খান্নার নামের আগে যত বিশেষণই এতদিন পর্যন্ত দেওয়া হোক না কেন, যেটা কোনও দিন লেখা হয়নি সেটাই এবার লিখতে হবে, 'স্বর্গীয়'।  'জিন্দেগি, কেইসি ইয়ে পহেলি হ্যা হায়...কাভি হাসায়ে, কাভি রুলায়ে...', আনন্দ সিনেমার এই গান দিয়ে একদিন শেষ বিদায় জানাতে হয়েছিল বলিউডের 'কাকা' রাকেশ খান্নাকে, এবার সেই সুরেই নিজেকে সামিল করলেন বিনোদ খান্না। 

শেষ ছবি 'দিলওয়ালে'। তবে শেষ ছবিটা হতে পারত 'এক থি রাণী অ্যাইসি ভি'। চিত্রনাট্য তো তৈরিই ছিল। সুস্থ হলেই সেটে ফিরবেন। কথা তো ছিল এমনই। মহারাণী বিজয় রাজে সিন্ধিয়ার জীবন নিয়েই তৈরি হবে এই ছবি। রাজমাতার ভূমিকায় 'ড্রিম গার্ল' হেমা মালিনী। আর মহারাজের ভূমিকায় কিংবদন্তী বিনোদ খান্নাকে রেখেই লেখা হয়েছিল চিত্রনাট্য। এই ছবিতে বিনোদ খান্নার সঙ্গে কাজ করা নিয়ে উৎসাহী ছিলেন অভিনেত্রী সাংসদ হেমাও। তবে কাজ অসম্পূর্ণই থেকে গেল। গল্পটা লেখাই থাকল, 'মহারাজ' হয়ে ওঠা হল না বিনোদ খান্নার।

 

 

জীবন থেকে হঠাৎ নিজেকে এভাবে 'ডি-অ্যাক্টিভেট' করায় মন খারাপ বলিউডের। 'বিনোদ নেই বিশ্বাসই হচ্ছে না', বিনোদ খান্নার মৃত্যু সংবাদের পর প্রতিক্রিয়া অভিনেতা ধর্মেন্দরের। "তোমায় মিস করব", টুইট করে শোকজ্ঞাপন করেছেন ঋষি কাপুর। এই একই দিনে আজ থেকে ৮ বছর আগে ২০০৯ সালের ২৭ এপ্রিল জীবনকে আলবিদা বলেছিলেন বলিউডেরই অন্য এক নক্ষত্র ফিরোজ খান। শোকের ছায়া রাজনৈতিক মহলেও। পাঞ্জাবের গুরুদাসপুর থেকে ৪ বার সাংসদ হিসেবে জয়ী হয়েছেন বিনোদ খান্না। একসময় রাজ্যের পর্যটন এবং সংস্কৃতি দফতরের মন্ত্রীও ছিলেন তিনি।    

 

 

.