ক্যারির রিমেক নিয়ে সিনেমা হল মাতাবার আগে কফিশপে ভয়ের ঝলক দিলেন ফিল্মের কলাকুশীলবরা
সহপাঠীদের ব্যঙ্গ বিদ্রুপে ফুঁসত নিঃসঙ্গ মেয়েটা । তার সঙ্গে ছিল মানসিক ভারসাম্যহীন মায়ের অত্যাচার । শেষমেষ তার ধৈর্যের বাঁধ ভাঙতেই বেঁধে গেল তুলকালাম। মানুষের অতীন্দ্রিয় ক্ষমতা নিয়ে হলিউডের ছবি ক্যারি সুপারহিট হয়েছিল ১৯৭৬ সালে । এবছর মুক্তি পাবে সেই ফিল্মের রিমেক। তবে তার আগে ক্যারির টিম হরর স্টাইলেই একটু তামাশা করলেন আমজনতার সঙ্গে। নিউ ইয়র্কের একটি কফি শপে।
সহপাঠীদের ব্যঙ্গ বিদ্রুপে ফুঁসত নিঃসঙ্গ মেয়েটা । তার সঙ্গে ছিল মানসিক ভারসাম্যহীন মায়ের অত্যাচার । শেষমেষ তার ধৈর্যের বাঁধ ভাঙতেই বেঁধে গেল তুলকালাম। মানুষের অতীন্দ্রিয় ক্ষমতা নিয়ে হলিউডের ছবি ক্যারি সুপারহিট হয়েছিল ১৯৭৬ সালে । এবছর মুক্তি পাবে সেই ফিল্মের রিমেক। তবে তার আগে ক্যারির টিম হরর স্টাইলেই একটু তামাশা করলেন আমজনতার সঙ্গে। নিউ ইয়র্কের একটি কফি শপে।
ওয়েটার ভায়া কি ইচ্ছে করেই কন্যের কফি মাগ উল্টে দিলেন ? তা হলে কিন্তু বিপদের শেষ নেই । রেগে গেলে ক্যারির ক্ষমতা বেড়ে যায় । সে সাংঘাতিক সব কাণ্ডকারখানা ঘটাতে পারে।
এরকম অদ্ভুতুড়ে দৃশ্য দেখলে যে কারওর পিলে চমকে যাবে । নিউ ইয়র্কের বাসিন্দারা কোন ছার ।
এবার একটু পিছনে ফেরা যাক। কফি শপে ক্যারির তাণ্ডব শুরু অনেক আগেই পৌঁছে গিয়েছিলেন কিছু মানুষ। আগে যা দেখেছেন তার পুরোটাই সাজানো। বলা যায় হলিউডের স্পেশ্যাল এফেক্টসের নমুনা ।
উনিশশো ছিয়াত্তর সালে বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ব্রায়ান ডি পামার ক্যারি । ওই ছবির রিমেক আগামী কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে । সেই উপলক্ষ্যেই আমজনতাকে কিছুটা ভয়ের স্বাদ দিলেন ছবির শ্যুটিং টিম । গরম কফি তাতে একটু তেতো ঠেকলে,কী করা যাবে। কথায় বলে ফিয়ার ইজ দ্য কী !
।