আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবে দেখ ইন্ডিয়ান সার্কাস

অবশেষে সাফল্যের মুখ দেখলেন বিবেক ওবেরয়। কোম্পানি ছবি দিয়ে আত্মপ্রকাশ । প্রথম ছবিতেই সাফল্য।এরপর একক ভাবে বিবেকের আর কোনও ছবি সাফল্যের মুখ দেখেনি।

Updated By: Nov 25, 2011, 09:12 PM IST

অবশেষে সাফল্যের মুখ দেখলেন বিবেক ওবেরয়। কোম্পানি ছবি দিয়ে আত্মপ্রকাশ । প্রথম ছবিতেই সাফল্য। এরপর একক ভাবে বিবেকের আর কোনও ছবি সাফল্যের মুখ দেখেনি। কিন্তু এবার দেখ ইন্ডিয়ান সার্কাসের হাত ধরে দীর্ঘদিন পর আবার প্রচারের আলোর বৃত্তে বিবেক। হায়দরাবাদে অনুষ্ঠিত সপ্তদশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবে দ্বিতীয় সেরা ছবির পুরষ্কার জিতে নিল মঙ্গেশ হাড়াওয়ালে পরিচালিত এই ছবি। পুসান ফিল্ম ফেস্টিভ্যাল আর শিকাগো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল মাতিয়ে এবার দেশের মাটিতেও বাজিমাত। উত্সবে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে নীতেশ তিওয়ারির চিল্লার পার্টি। এর আগে পুসান ফিল্ম ফেস্টিভ্যালের ১৬ বছরের ইতিহাসে প্রথম ভারতীয় ছবি হিসেবে দর্শকদের বিচারে সেরা ছবির পুরষ্কার জেতার নজির রয়েছে দেখ ইন্ডিয়ান সার্কাসের।

.