Uttam Kumar-র কেনা শাড়ি পরে নস্টালজিক Devlina
সাত সকালে কেন জমকালো বেনারসি পরেছেন উত্তমকুমারের নাতবউ?
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![Uttam Kumar-র কেনা শাড়ি পরে নস্টালজিক Devlina Uttam Kumar-র কেনা শাড়ি পরে নস্টালজিক Devlina](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/06/309775-0d97d4db-38f6-4653-94b7-56af29fa7b59.jpg)
নিজস্ব প্রতিবেদন: পরনে বেগুনি রঙের বেনারসি শাড়ি। গলায় ভারি সোনার গয়না, সঙ্গে সোনার চেন। হাতে শাঁখা-পলা ও চুরি। কানে সোনার পাশা। সিঁথিতে সিঁদুর। আঙুলে জ্বলজ্বল করছে বিয়ের আঁটি। শনিবার সকাল সকাল সেজেগুজে ইনস্টাগ্রামে হাজির দেবলীনা কুমার। তবে সাত সকালে কেন জমকালো বেনারসি পরেছেন উত্তমকুমারের নাতবউ?
উত্তরটা অনেকটাই স্পষ্ট হয়ে যায় দেবলীনার লেখা ক্যাপশানে। অভিনেত্রী লিখেছেন, ''আমার দিদিশাশুড়ির শাড়ি। ওঁর স্বামী যদিও সুপারস্টার ছিলেন। তবুও সব বরকেই বউদের শপিংয়ে নিয়ে যেতেই হয়। তাই এটাও আমার দাদা শ্বশুরের কিনে দেওয়া শাড়ি।'' হ্যাশট্যাগে লিখেছেন, #legend #bengalifilm।
আরও পড়ুন-Tandav Contro: আমাজন প্রাইম ইন্ডিয়ার প্রধানকে গ্রেফতারে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
দেবলীনার এই পোস্টের নিচে অনুরাগীদের অনেকেই নানান কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ''শাড়িটা দেখে নতুন মনে হচ্ছে, পুরনো বোঝা যাচ্ছে না।'' কেউ লিখেছেন, ''আপনি ভাগ্যবান''। কেউ প্রশ্ন করেছেন ''শাড়িটা গৌরীদেবীর?''।
আরও পড়ুন-মুম্বইয়ের জুহুতে রয়েছে Shilpa Shetty-Raj Kundra-র বাংলো, চলুন অন্দরমহলে ঢুঁ মারা যাক
শাড়িটা যে গৌরী দেবীর তা দেবলীনার কথাতেই বেশ স্পষ্ট। আর দেবলীনার দাদাশ্বশুর যে উত্তম কুমার তাও আর বলার অপেক্ষা রাখে না। শনিবার দিদি শাশুড়ির শাড়ি পরেই নস্টালজিয়ায় ভেসেছেন দেবলীনা।