কলকাতার এক নামী বুটিকের নববর্ষ কালেকশন লঞ্চ করলেন দুর্গা সহায় ছবির অভিনেত্রীরা
পয়লা বৈশাখে কী পরবেন ঠিক করেছেন? দুর্গা সহায় ছবির কলাকুশলীরা কি পছন্দ করলেন জানেন? জেনে নিন ।
Updated By: Apr 8, 2017, 04:35 PM IST
![কলকাতার এক নামী বুটিকের নববর্ষ কালেকশন লঞ্চ করলেন দুর্গা সহায় ছবির অভিনেত্রীরা কলকাতার এক নামী বুটিকের নববর্ষ কালেকশন লঞ্চ করলেন দুর্গা সহায় ছবির অভিনেত্রীরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/08/82679-durgasahay-8-4-17.jpg)
ওয়েব ডেস্ক: পয়লা বৈশাখে কী পরবেন ঠিক করেছেন? দুর্গা সহায় ছবির কলাকুশলীরা কি পছন্দ করলেন জানেন? জেনে নিন ।
জিওতে রিচার্জ করেছেন, কিন্তু মেসেজ আসেনি? কীভাবে বুঝবেন আপনার রিচার্জটি আদৌ হয়েছে কীনা?
নববর্ষে সব বঙ্গনারীর চাই নতুন শাড়ি। না হলে যে বছরটা শুরুই করা যায় না। কলকাতার এক নামী বুটিকের নববর্ষ কালেকশন লঞ্চ করতে হাজির হল দুর্গা সহায় ছবির অভিনেত্রীরা। তনুশ্রী, সোহিনী, সম্পূর্ণা, দেবযানী। প্রত্যেকেই পছন্দ করে নিলেন দারুণ সব শাড়ি। দুর্গা সহায় ছবিতে এই বুটিকের শাড়িই পরেছেন তাঁরা। সিমায়া কীভাবে কমপ্লিমেন্ট করছে তাদের স্টাইল স্টেটমেন্ট? সংস্থার পক্ষ থেকে জানালেন মার্কেটিং হেড রঞ্জনা সিং।