জলের মাঝে ছড়ালেন উষ্ণতা, হার্দিক পান্ডিয়ার অভিনেত্রী বান্ধবীর ছবি ভাইরাল

এবার ফের পেজ থ্রি-র পাতা নতুন করে সরগরম করে তুললেন এষা।

Updated By: Nov 22, 2018, 12:36 PM IST
জলের মাঝে ছড়ালেন উষ্ণতা, হার্দিক পান্ডিয়ার অভিনেত্রী বান্ধবীর ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদন : তাঁকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক শুরু হয়েছে। কখনও তাঁর উষ্ণ অবতার নিয়ে সমালোচনা হয়েছে, আবার কখনও ক্রিকেট হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে। আবার অনেকে দাবি করেছেন, তাঁর জন্যই নাকি হার্দিকের সঙ্গে এলি আব্রামের সম্পর্ক ভেঙে গিয়েছে। বুঝতেই পারছেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তার কথাই বলা হচ্ছে। এবার ফের পেজ থ্রি-র পাতা নতুন করে সরগরম করে তুললেন এষা।

আরও পড়ুন : মলদ্বীপে ছুটির মেজাজে, ভাইরাল শিল্পা শেঠির বিকিনি ছবি
সম্প্রতি একটি বিকিনি ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী। যেখানে বিকিনিতে অদ্ভূত মোহময়ী লাগছে এষাকে। আর সেই ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন : দুর্ঘটনার কবলে জনপ্রিয় বলিউড অভিনেত্রী, দুমড়ে মুচড়ে গেল গাড়ি

দেখুন এষা গুপ্তার সেই ছবি...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

সম্প্রতি কেরলের বন্যার সময় নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে বার বার সাধারণ মানুষের সামনে এসেছেন এষা গুপ্তা। ভয়াবহ বন্যার হাত থেকে দক্ষিণের মানুষকে রক্ষা করতে, তাঁদের পাশে দাঁড়ানোর আর্জি নিয়ে হাজির হন বলিউডের এই অভিনেত্রী। এষা গুপ্তার ওই ভিডিওর পরই বলিউড, টলিউড সহ রুপোলি পর্দার তারকারা কেরলের মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সাহায্য করেছেন। কেরলের বন্যার নয় এষা গুপ্তার ওই প্রয়াস নিয়ে নেটিজেনদের মধ্যে জোর আলোচনা শুরু হয়। প্রশংসাও পান বলিউড অভিনেত্রী। 

আরও পড়ুন : ফারহানের বাড়ি থেকে শক্তি জোর করে বের করে নিয়ে যান? প্রশ্ন শুনেই খেপলেন শ্রদ্ধা?
'জন্নত টু' দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন এষা। এই সিনেমায় ইমরান হাসমির সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। ওই সময় ইমরানের সঙ্গে এষার সেই সম্পর্কের রসায়ন এই সিনেমায় এক অন্য মাত্রা যোগ করে। এরপর 'রুস্তম', 'রাজ টু', 'বাদশাহ'-তেও দেখা যায় এষা গুপ্তাকে। 'পল্টন'-এও দেখা মিলেছে বলিউডের এই অভিনেত্রীর। ভারত-চিন যুদ্ধের পটভূমিতে তৈরি 'পল্টন'-এ সোনু সুদ, অর্জুন রামপাল, টাইগার শ্রফ-দের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন এষা। প্রযোজক জে পি দত্তের এই সিনেমা নিয়ে মুক্তির আগে থেকেই তাই দর্শকদের মধ্যে প্রত্যাশার পারদ বাড়াতে শুরু করে।

.