কুখ্যাত গ্যাঙস্টার বিকাশ দুবেকে নিয়ে সিনেমা তৈরি করছেন পরিচালক?
জোর জল্পনা শুরু হয়েছে
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![কুখ্যাত গ্যাঙস্টার বিকাশ দুবেকে নিয়ে সিনেমা তৈরি করছেন পরিচালক? কুখ্যাত গ্যাঙস্টার বিকাশ দুবেকে নিয়ে সিনেমা তৈরি করছেন পরিচালক?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/10/260846-vikas-anuvab.jpg)
নিজস্ব প্রতিবেদন : গ্যাঙস্টার বিকাশ দুবের জীবন, মৃত্যু, এনকাউন্টার নিয়ে কি তৈরি হবে সিনেমা? গ্য়াঙস্টারের মৃত্যুর পর থেকে এমন জল্পনাই ছড়াতে শুরু করেছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন : এক্কেবারে বলিউডের চিত্রনাট্য! গ্যাঙস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে তোপ দাগলেন তপসি
বিকাশ দুবের জীবন, মৃত্য়ু এসব নিয়ে কি ছবি তৈরি করা হবে! থাপ্পড়-এর পরিচালক অনুভব সিনহাকে এমন প্রশ্ন করা হয় শুক্রবার। যার উত্তরে অনুভব সিনহা স্পষ্ট জানিয়ে দেন, বিকাশ দুবের জীবন নিয়ে কেউ ছবি তৈরি করার অনুমতি দেবে না। কালো অধ্যায় নিয়ে ছবি তৈরির অনুমতি পাওয়াযাব না বলে স্পষ্ট জানিয়ে দেন অনুভব সিনহা।
Koi banaane nahin dega Sir..... Also too dark to be comic... To dark... https://t.co/0JcM6E3f5y
— Anubhav Sinha (@anubhavsinha) July 9, 2020
প্রসঙ্গত, থাপ্পড়, মুল্ক, আর্টিকেল ১৫, গুলাব গ্যাঙ-সহ একাধিক সত্যি ঘটনা নিয়ে ছবি তৈরি করে সফলতা পান অনুভব সিনহা। কিন্তু গ্যাঙস্টার বিকাশ দুবে জীবন নিয়ে ছবি তৈরির অনুমতি পাওয়া যাবে না বলে, তার কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানান পরিচালক।