রণক্ষেত্র FTII, চাপের মুখে পিছু হটে গভর্নিং কাউন্সিলের শীর্ষে গজেন্দ্রর পরিবর্তে আনা হল বিপি সিংকে
চেয়ারম্যান পদে গজেন্দ্র চৌহ্বানের দায়িত্বগ্রহণ নিয়ে ফের অশান্ত পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভকারী পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করে পুলিস। ৪০ জন আন্দোলনকারীকে আটক করা হয়।
ওয়েব ডেস্ক: চেয়ারম্যান পদে গজেন্দ্র চৌহ্বানের দায়িত্বগ্রহণ নিয়ে ফের অশান্ত পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভকারী পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করে পুলিস। ৪০ জন আন্দোলনকারীকে আটক করা হয়। শেষপর্যন্ত চাপের মুখে পিছু হটতে বাধ্য হল সরকার। এফটিআইআইয়ের গভর্নিং কাউন্সিলের শীর্ষে গজেন্দ্র চৌহানের পরিবর্তে আনা হল বিপি সিংকে। বিশিষ্ট চিত্রপরিচালক রাজকুমার হিরানিকেও পরিচালন পর্ষদের অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে খবর। এরপর গজেন্দ্র চৌহান কার্যত নিয়মতান্ত্রিক প্রধান হিসাবেই থাকবেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
আজই পুণে FTII-তে চেয়ারম্যান পদে দায়িত্ব নেন অভিনেতা ও বিজেপি নেতা গজেন্দ্র চৌহ্বান। দায়িত্বভার নিয়ে একটি বৈঠকও করেন তিনি। গজেন্দ্র যখন ভিতরে, বাইরে ক্যাম্পাসে তখন কুরুক্ষেত্র। গত বছর জুনে গজেন্দ্রকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। সেই নিয়োগের বিরোধিতায় টানা ১৩৯ দিন আন্দোলন চালান পড়ুয়ারা। গজেন্দ্র পদে বসলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্র সংগঠনের সভাপতি হরিশংকর নাচিমুথু। গতকাল সতেরোজন আন্দোলনকারীকে সতর্ক করে আগাম নোটিস দেয় পুলিস। সকাল থেকেই ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানো হয়। বেলা বাড়তেই অশান্ত হয়ে ওঠে পুণে FTII ক্যাম্পাস।