হ্যাপি বার্থ ডে হৃতিক, মেজোরেস দেসিওস পারা উস্তেদ সেনর

৪০ পেরলেই চালশের ভাবনাতো কবেই অস্তমিত। এখন `লাইফ স্টার্টস অ্যাট ফর্টি`। আর সেই নতুন জীবনের ৪০ লিগে আজ থেকে বেড়ে গেল আর এক সদস্য, যাঁর যোগদানে এল লাফে ৪০ ক্লাবের জৌলুশ বেড়ে গেল কয়েক গুণ। কারণ আর কিছুই নয়, সেই সদস্যের নাম যে হৃতিক রোশন। আজ বলিউডের একমাত্র সুপার হিরো `কৃশ`-এর জন্মদিন।

Updated By: Jan 10, 2014, 09:40 AM IST

৪০ পেরলেই চালশের ভাবনাতো কবেই অস্তমিত। এখন `লাইফ স্টার্টস অ্যাট ফর্টি`। আর সেই নতুন জীবনের ৪০ লিগে আজ থেকে বেড়ে গেল আর এক সদস্য, যাঁর যোগদানে এল লাফে ৪০ ক্লাবের জৌলুশ বেড়ে গেল কয়েক গুণ। কারণ আর কিছুই নয়, সেই সদস্যের নাম যে হৃতিক রোশন। আজ বলিউডের একমাত্র সুপার হিরো `কৃশ`-এর জন্মদিন।

টিনসেল টাউনের আদরের ডুগগু কেরিয়ার শুরু করেছিলেন বাবার সহপরিচালক হিসাবে। পর্দার পিছন থেকে পর্দার সামনে হৃতিকের আবির্ভাবটা ঘটেছিল এক কথায় ধুঁয়াধার মোডে। ২০০০ সালে `কহোনা প্যার হে`-এর হাত ধরে বলিউড পেয়েছিল নতুন এক সুপারস্টারকে। গ্রিক দেবতার মত রূপ আর অসাধারণ নাচ, প্রথম সিনেমাতেই বুঝিয়ে দিয়েছিল তিনি লম্বা রেসের ঘোড়া। প্রথম সিনেমাতেই বাজিমাৎ। ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কারটা পকেটস্থ করেছিলেন তিনি।

তবে তারপরের পথটা বিশেষ মসৃণ হয়নি তাঁর। একের পর এক ফ্লপ সিনেমা যখন তাঁর কেরিয়ারকে প্রশ্নের মুখে ফেলেদিয়েছিল ঠিক তখনই `কভি খুশি কভি গম`-এর হাত ধরে রোশন জুনিয়ারের রাজকীয় প্রত্যাবর্তন ঘটে। তবে এর মাঝেই `লক্ষ্য` বা `মিশন কাশ্মীর`-এর মত সিনেমা বক্সঅফিসের বিশেষ আনুকূল্য না পেলেও ততদিনে অভিনেতা হৃতিক রোশনকে প্রতিষ্ঠিত করে দিয়েছিল।

একদিকে কৃশ ট্রিলজি, `ধুম টু`, `জিন্দেগি না মিলেগি দোবরা`-র মত আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমার হাত ধরে হিরো হৃতিক রোশনের কেরিয়ার গ্রাফ উর্দ্ধমূখী হয়েছে, অন্যদিকে `গুজারিশ`-এর মত সিনেমায় অভিনেতা হৃতিকে পূনর্জন্মের সাক্ষী থেকেছে তামাম বলিউড।

২০১৩ সাল হৃতিকের জীবনে নানা নতুন মোড় এনেছে। এক দিকে যেমন তাঁর সুপারহিরো অবতার বক্সঅফিসে একের পর এক রেকর্ড ভেঙেছে অন্যদিকে ১৭ বছরের সঙ্গীনি সুজানের সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণাও দীর্ণ করেছে তাঁকে। নতুন বছরটা তাঁর জীবনে সাফল্য আর সম্পর্কের নতুন সজ্ঞা উপহার দিক হৃতিককে, প্রার্থনা এই টুকুই। আর তার সঙ্গেই `হ্যাপি বার্থডে হৃতিক`।

.