'স্বপ্ন সুন্দরী' মন্দাকিনীকে এখন কেমন দেখতে
রাজ কাপুরের 'রাম তেরি গঙ্গা মইলি' সিনেমায় যখন তাঁকে প্রথমবার দেখা যায় বেশ কিছু সংবাদমাধ্যম তাঁকে অ্যাখ দিয়েছিল স্বপ্ন সুন্দরী হিসেবে। তখন মন্দাকিনীর বয়স মাত্র ২২। এরপর নানা কারণে তাঁর বলিউড কেরিয়ারে ইতি ঘটে। মন্দাকিনী লোকচক্ষুর আড়ালে চলে যান। তবে আউট অফ সাইট হলেও দর্শকদের আউট অফ মাইন্ড হয়ে যাননি কখনও। এমনও তাঁর সৌন্দর্যের জাদু। 'রাম তেরি গঙ্গা মইলি' সিনেমার এক দৃশ্যে ঝরনার জলে মন্দাকিনী স্নানের দৃশ্য এখনও বলিউডে সেরা উত্তেজক দৃশ্যগুলোর তালিকায় ঠাঁই পায়।
!['স্বপ্ন সুন্দরী' মন্দাকিনীকে এখন কেমন দেখতে 'স্বপ্ন সুন্দরী' মন্দাকিনীকে এখন কেমন দেখতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/11/60301-kini.jpg)
ওয়েব ডেস্ক: রাজ কাপুরের 'রাম তেরি গঙ্গা মইলি' সিনেমায় যখন তাঁকে প্রথমবার দেখা যায় বেশ কিছু সংবাদমাধ্যম তাঁকে অ্যাখ দিয়েছিল স্বপ্ন সুন্দরী হিসেবে। তখন মন্দাকিনীর বয়স মাত্র ২২। এরপর নানা কারণে তাঁর বলিউড কেরিয়ারে ইতি ঘটে। মন্দাকিনী লোকচক্ষুর আড়ালে চলে যান। তবে আউট অফ সাইট হলেও দর্শকদের আউট অফ মাইন্ড হয়ে যাননি কখনও। এমনও তাঁর সৌন্দর্যের জাদু। 'রাম তেরি গঙ্গা মইলি' সিনেমার এক দৃশ্যে ঝরনার জলে মন্দাকিনী স্নানের দৃশ্য এখনও বলিউডে সেরা উত্তেজক দৃশ্যগুলোর তালিকায় ঠাঁই পায়।
আরও পড়ুন-মেকআপ ছাড়া সবচেয়ে সুন্দর বলিউড নায়িকা নাকি ইনিই! কে তিনি?
সময় থেমে থাকে না। মানুষের জীবনে, রূপেও পরিবর্তন ঘটে। এক প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসীকে বিয়ে করে নিজেকে পাল্টে ফেলেন মন্দাকিনী। একটা সময় অন্ধকার জগতে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। বেহিসাবী জীবনযাপনের পর মন্দাকিনী তাঁর বৌদ্ধ সন্ন্যাসী স্বামীর সংস্পর্শে এসে সম্পূর্ণ পাল্টে যান। এখন মন্দাকিনীকে দেখতে কেমন?নিচের ছবিতে দেখুন