স্নায়ুতে টিউমার, চিকিত্সার জন্য কি দেরাদুনে যাবেন ইরফান খান?
স্নায়ুর টিউমারে আক্রান্ত ইরফান খান। শুক্রবার টুইট করে সেই খবর জানান বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।
![স্নায়ুতে টিউমার, চিকিত্সার জন্য কি দেরাদুনে যাবেন ইরফান খান? স্নায়ুতে টিউমার, চিকিত্সার জন্য কি দেরাদুনে যাবেন ইরফান খান?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/16/113303-iru.jpg)
নিজস্ব প্রতিবেদন : স্নায়ুর টিউমারে আক্রান্ত ইরফান খান। শুক্রবার টুইট করে সেই খবর জানান বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। ইরফানের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই জোর জল্পনা শুরু হয় বি টাউনে।
আরও পড়ুন : স্নায়ুতে টিউমার ইরফানের, টুইট করলেন অভিনেতা
এদিকে অমর উজালার খবর অনুযায়ী জানা যাচ্ছে, চিকিত্সার জন্য ইরফান খান নাকি দেরাদুনেও যেতে পারেন। বৈদ্য বালেন্দু প্রকাশ তাঁর চিকিত্সা করতে পারেন বলে খবর। তবে এ বিষয়ে ইরফানের পরিবারের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
সংশ্লিষ্ঠ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, শুটিংয়ের জন্য একবার দেরাদুনে গিয়েছিলেন ইরফান খান। ওই সময় তাঁর সঙ্গে বালেন্দু প্রকাশের পরিচয় হয়। ইরফান খানের স্ত্রীর চিকিত্সাও করেছিলেন তিনি। সেই সূত্রেই বৈদ্য বালেন্দু প্রকাশের বেশ ভাল সম্পর্ক ইরফান খানের। কিন্তু, স্নায়ুর টিউমারে আক্রান্ত হওয়ার পর কি ইরফান খান দেরাদুনে গিয়ে চিকিত্সা করাবেন, তা নিয়ে ধোঁয়াসা রয়েছে।