বরফ শীতল জলে ডুব দিচ্ছেন ইরফান, ভিডিয়ো দেখলে গায়ে কাঁটা দেবে
বাবিল শেয়ার করেন ভিডিয়ো
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![বরফ শীতল জলে ডুব দিচ্ছেন ইরফান, ভিডিয়ো দেখলে গায়ে কাঁটা দেবে বরফ শীতল জলে ডুব দিচ্ছেন ইরফান, ভিডিয়ো দেখলে গায়ে কাঁটা দেবে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/05/05/248277-irrfan-in-water.jpg)
নিজস্ব প্রতিবেদন : গত ২৯ এপ্রিল গোটা দেশকে কাঁদিয়ে চলে যান ইরফান খান। বলিউড অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। ইরফানের মৃত্যুর ২ দিন পর তাঁর স্ত্রী সুতপা শিকদার পরিবারের তরফে শোক প্রস্তাব প্রকাশ করেন। যেখানে ইরফানের দেখানো পথেই ভবিষ্যতে দুই ছেলেকে নিয়ে চলবেন বলে মন্তব্য করতে শোনা যায় সুতপাকে।
এদিকে ইরফান চলে গেলেও, তাঁর সোশ্যাল হ্যান্ডেলগুলি এখনও সচল। ফেসবুক থেকে ট্যুইটার কিংবা ইনস্টাগ্রাম, এখনও যেন ইরফান তাঁর ভক্তদের সঙ্গে রয়েছেন, এমন কথাই মনে করাচ্ছে। এবার ইরফানের ছেলে বাবিল খান তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পরপর ২টি ভিডিয়ো শেয়ার করেন প্রয়াত অভিনেতার। যেখানে বরফের মতো ঠাণ্ডা জলে ডুব দিতে দেখা যায় ইরফানকে।
প্রয়াত অভিনেতার ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর চোখে জল ধরে রাখতে পারেননি অভিনেতার ভক্তরা। ইরফান চলে গেলেও, তাঁর উপস্থিতি এখনও যে মনেপ্রাণে তাঁর ভক্তরা অনুভব করেন, তা ওই ভিডিয়ো থেকেই বেশ স্পষ্ট।