স্প্লিট পারসোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত জয়া আহসান?
এধরনের ঘটনা বৃষ্টিকে আরও বেশি করে অসুস্থ করে তোলে।
![স্প্লিট পারসোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত জয়া আহসান? স্প্লিট পারসোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত জয়া আহসান?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/01/07/167916-jaya-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: বৃষ্টির জীবনে একটা অন্ধকারাচ্ছন্ন অতীত রয়েছে। তাঁর জীবনে ঘটে গেছে এমন কিছু ঘটনা যা তাঁকে ক্রমাগত মানসিক ভাবে অসুস্থ করে তুলেছে। স্প্লিট পারসোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত বৃষ্টি। চিকিৎসকের পরামর্শে সে বাইরে বেড়াতে যায়। তবে সেখানে গিয়ে ঘটে যায় একটি দুর্ঘটনা। চোখে সামনে ঘটে যাওয়া এধরনের ঘটনা বৃষ্টিকে আরও বেশি করে অসুস্থ করে তোলে।
বৃষ্টির সব সময় মনে হতে থাকে কেউ বুঝি তাঁকে তাঁকে খুন করবে। কখনও বা সে নিজেই হুমকি দিতে থাকে সে সকলের সামনেই নাকি আত্মহত্যা করবে। সম্প্রতি মুক্তি পাওয়ার পরিচালক অর্ণব পালের প্রথম ছবি 'বৃষ্টি তোমাকে দিলাম'-এর ট্রেলারে এভাবেই একজন স্প্লিট পারসোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত মানসিক রোগীর ভূমিকায় দেখা গেছে অভিনেত্রী জয়া আহসানকে। তাঁর চরিত্রের নাম বৃষ্টি।
এই ছবিতে জয়া আহসান ছাড়াও দেখা গেছে বাদশা মৈত্র, চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্ত, সুব্রত দত্ত, রজতাভ দত্ত, সায়ন্তনী গুহ ঠাকুরতা, রাজেশ শর্মার অভিনেতা অভিনেত্রীরা। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অংশুমান প্রত্যুষ। খুব শীঘ্রই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবির পরিচালক।