সেলুলয়েডে জঙ্গলমহল
জঙ্গলমহল নিয়ে ছবি বানাতে চলেছেন পরিচালক সংঘমিত্রা চৌধুরী। ছবির নাম `ছায়া যুদ্ধ`। দীর্ঘকাল ধরে অশান্ত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার বিস্তির্ণ এলাকার প্রেক্ষাপটে তৈরি হচ্ছে `ছায়া যুদ্ধ`।
জঙ্গলমহল নিয়ে ছবি বানাতে চলেছেন পরিচালক সংঘমিত্রা চৌধুরী। ছবির নাম `ছায়া যুদ্ধ`। দীর্ঘকাল ধরে অশান্ত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার বিস্তির্ণ এলাকার প্রেক্ষাপটে তৈরি হচ্ছে `ছায়া যুদ্ধ`।
"জঙ্গলমহলের মানবিক দিকটা আমি ছবিতে তুলে ধরতে চাই। সেইজন্য ওখানকার মাওবাদী অধ্যুষিত এলাকার বিভিন্ন কমিটির স্থানীয় সদস্যদের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে মেলামেশা করেছি", জানিয়েছন পরিচালক।
কোনও এক মাওবাদী নেতার জীবনের ছায়া অবলম্বনে তৈরি হবে ছায়া যুদ্ধ। যদিও চরিত্রের নাম বদলে দেওয়া হবে। থাকছে জাগরী বাস্কের চরিত্রও। পদবী এক রেখে এখানেও বদলে যাবে নাম।