Kangana Ranaut Vs Diljit Dosanjh: খালিস্তানিদের সমর্থন! দিলজিৎ দোসাঞ্জকে গ্রেফতারের হুমকি কঙ্গনার...
Kangana Ranaut Vs Diljit Dosanjh: 'পালস আ গই পালস' লেখা একটি মিম শেয়ার করে অভিনেতা-গায়ককে ট্যাগ করে কঙ্গনা লেখেন, 'শুধু বলছি'। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি খালিস্তান স্টিকার যুক্ত করেন এবং তার উপর একটি ক্রস সাইনও যোগ করেন।
Kangana Ranaut, Diljit Dosanjh, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কৃষক বিক্ষোভের সময় টুইট যুদ্ধ শুরু হয়েছিল কঙ্গনা রানাওয়াত ও দিলজিৎ দোসাঞ্জের মধ্যে। সেই শুরু হওয়া কঙ্গনা রানাউত বনাম দিলজিৎ দোসাঞ্জের লড়াই ফের উঠে এসেছে খবরের শিরোনামে। এ বার গায়ককে গ্রেফতারের হুমকি দিলেন অভিনেত্রী।কট্টরপন্থী প্রচারক অমৃতপাল সিংকে গ্রেফতারের জন্য পঞ্জাব পুলিসের অভিযানের মাঝেই কঙ্গনা নিজের সোশ্যাল হ্যান্ডেলে দিলজিৎ দোসাঞ্জকে কটাক্ষ করেন।
'পালস আ গই পালস' লেখা একটি মিম শেয়ার করে অভিনেতা-গায়ককে ট্যাগ করে কঙ্গনা লেখেন, 'শুধু বলছি'। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি খালিস্তান স্টিকার যুক্ত করেন এবং তার উপর একটি ক্রস সাইনও যোগ করেন। অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, 'যারা খালিস্তানিদের সমর্থন করেছেন, তারা সবাই মনে রেখো পরবর্তী ব্যক্তি তুমি। পুলিস এখানে আছে। এখন আর সেই সময় নেই, যখন যে কেউ যা কিছু করতে পারত। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইলে বা তাকে ধ্বংস করতে চাইলে আপনাকে উচিত শিক্ষা দেওয়া হবে।
কট্টরপন্থী প্রচারককে গাড়িতে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে পঞ্জাব পুলিশ চারজনকে গ্রেফতার করার পরই এগুলি পোস্ট করেন কঙ্গনা রানাওয়াত। অভিযোগ, তাঁদের জেরার মাঝেই জলন্ধরের নাঙ্গল আম্বিয়ান গ্রামের একটি গুরুদ্বারে গিয়েছিলেন অমৃতপাল সিং। পঞ্জাব পুলিসের ইন্সপেক্টর জেনারেল (হেডকোয়ার্টার) সুখচৈন সিং গিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সে সেখানে জামা-কাপড় বদলায়, শার্ট-প্যান্ট পরে, দুটো বাইকে করে আরও তিনজনের সঙ্গে পালিয়ে যায়।’ শনিবার যখন পুলিস তার সংগঠন 'ওয়ারিস পাঞ্জাব দে'র বিরুদ্ধে অভিযান শুরু করে তখন খালিস্তান সমর্থক গাড়ি বদল করে পালিয়ে যায়। পুলিস জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।