তৃতীয় কন্যা সন্তানের বাবা হলেন Karanvir Bohra, বাড়িতে পার্বতী এসেছেন বলে জানালেন অভিনেতা
৩ সন্তানকে নিয়ে ছবি শেয়ার করেন করণবীর ভোরা
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![তৃতীয় কন্যা সন্তানের বাবা হলেন Karanvir Bohra, বাড়িতে পার্বতী এসেছেন বলে জানালেন অভিনেতা তৃতীয় কন্যা সন্তানের বাবা হলেন Karanvir Bohra, বাড়িতে পার্বতী এসেছেন বলে জানালেন অভিনেতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/21/296918-karanveer.jpg)
নিজস্ব প্রতিবেদন : তৃতীয় সন্তানের বাবা হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা করণবীর ভোরা (Karanvir Bohra)। এবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন করণের স্ত্রী টিজে। ফলে তাঁর বাড়িতে নারী শক্তি আরও বেশি করে বৃদ্ধি পেল বলে জানান করণবীর। তাঁর বাড়িতে লক্ষ্মী, সরস্বতী এবং পার্বতী, তিন দেবীর অধিষ্ঠান হল বলে জানান করণবীর ভোরা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হ্যাশট্যাগ দিয়ে তৃতীয় সন্তানে আগমনের কথা ঘোষণা করেন বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগী।
দেখুন...
করণবীর ভোরা নবাগত সন্তানকে কোলে নিয়ে খুশিতে উচ্ছ্বল হয়ে ওঠেন। সদ্যোজাতকে কোলে নিয়ে বেলা এবং ভিয়েনাকে আদর করেন করণবীর। তৃতীয় সন্তানে আগমনে তিনি আরও খুশি হয়ে উঠেছেন বলে জানান বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগী। সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে আমার জীবনের ৩ রানি বলেও মন্তব্য করতে দেখা যায় করণবীর ভোরাকে।
আরও পড়ুন : মৌলানা সাঈদের সঙ্গে কীভাবে বিয়ে, প্রকাশ্যে আনলেন Sana Khan
করণবীর ভোরা ফের বাবা হয়েছেন জানতে পেরে, টেলি টাউনের সেলেবরা তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন। গওহর খান থেকে শুরু করে অর্জুন বিজলানি, দৃষ্টি ধামি, নিবেদিতা বসু, প্রত্যেকে করণবীর ভোরা এবং টিজে সিধুকে অভিনন্দন এবং ভালবাসা জানাতে শুরু করেন।