Kiara Advani-র সঙ্গে র্যাম্প ওয়াক, দু'দিন পরই Covid-19 আক্রান্ত Kartik Aaryan
করোনা পজিটিভ (Kartik Aaryan Corona Positive) হওয়ায় আপাতত নিভৃতবাসে থাকতে হবে কার্তিক আরিয়ানকে।
![Kiara Advani-র সঙ্গে র্যাম্প ওয়াক, দু'দিন পরই Covid-19 আক্রান্ত Kartik Aaryan Kiara Advani-র সঙ্গে র্যাম্প ওয়াক, দু'দিন পরই Covid-19 আক্রান্ত Kartik Aaryan](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/22/312622-kartick.jpg)
নিজস্ব প্রতিবেদন: বলিউডে ফের করোনার হানা। এবার আক্রান্ত হলেন অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন অভিনেতা।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 'বড় প্লাস' নিশান শেয়ার করে কার্তিক (Kartik Aaryan) জানিয়েছেন, 'পজিটিভ হয়ে গেলাম। প্রার্থনা করুন।' তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন ভক্তরা।
দু'দিন আগে কার্তিককে (Kartik Aaryan) দেখা গিয়েছিল ল্যাকমে ফ্যাশন উইকে। ডিজাইনার মনীষ মলহোত্রার (Manish Malhotra) পোশাকে হেঁটেছেন অভিনেতা। তাঁর সঙ্গে ছিলেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। ভুলভুলাইয়া ২ ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাবে।
করোনা পজিটিভ (Kartik Aaryan Corona Positive) হওয়ায় আপাতত নিভৃতবাসে থাকতে হবে কার্তিক আরিয়ানকে। বেশ কয়েকটি বড় ছবি তাঁর হাতে। 'ধমাকা', 'ভুলভুলাইয়া ২', 'দোস্তানা ২'-র মতো ছবিতে অভিনয় করছেন কার্তিক। ভুলভুলাইয়ার সেটে তব্বু ও কিয়ারার সঙ্গে ফটোও শেয়ার করেছিলেন ভক্তদের সঙ্গে। জাহ্নবী কাপুরের সঙ্গে 'দোস্তানা ২' ছবির শুটিং শুরু হওয়ার কথা।
আরও পড়ুন- মা হওয়ার পর ওজন কমিয়ে ফটোশ্যুটে নজরকাড়া Koel Mallick