১১৫ টি দেশের ২০০টি ছবি, সাড়ম্বরে শেষ হল KIWEFF
শেষ হল কলকাতা আন্তর্জাতিক ওয়াইল্ডলাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল। তিনদিন ব্যাপী এই ফেস্টিভ্যালে দেখানো হল ১১৫ টি দেশের ২০০ টি ছবি। দ্বিতীয় বছরেও বেশ সাড়া পেয়েছেন উদ্যোক্তারা।
![১১৫ টি দেশের ২০০টি ছবি, সাড়ম্বরে শেষ হল KIWEFF ১১৫ টি দেশের ২০০টি ছবি, সাড়ম্বরে শেষ হল KIWEFF](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/06/72270-kolkata-international-wildlife-environment-film-445797.jpg)
ওয়েব ডেস্ক : শেষ হল কলকাতা আন্তর্জাতিক ওয়াইল্ডলাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল। তিনদিন ব্যাপী এই ফেস্টিভ্যালে দেখানো হল ১১৫ টি দেশের ২০০ টি ছবি। দ্বিতীয় বছরেও বেশ সাড়া পেয়েছেন উদ্যোক্তারা।
বর্তমানে পশুদের অবহেলা এবং তাদের উপর নানা অত্যাচার যাতে বন্ধ হয় তার জন্য বিভিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন বহু পশুপ্রেমী তারকা। সকলেই জানালেন এই নৃশংসতা বন্ধ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ সচেতনতা বাড়াতে এই ফেস্টিভ্যালে সামিল করা হয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও। তাঁদের জন্য অভিনব পোশাক ডিজাইন করেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল।
আরও পড়ুন, সলমন প্রসঙ্গে ভান্তুর বললেন, 'শুধুই বন্ধু'