পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন খৈয়ামের
মঙ্গলবার বিকেল ৪টে ৩০ নাগাদ মুম্বইয়ের ফোর বাংলোজে শেষকৃত্য সম্পন্ন হয় খৈয়ামের
নিজস্ব প্রতিবেদন: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত সঙ্গীত পরিচালক মহম্মদ জাহির হাসমি ওরফে খৈয়ামের। মঙ্গলবার বিকেল ৪টে ৩০ নাগাদ মুম্বইয়ের ফোর বাংলোজে শেষকৃত্য সম্পন্ন হয় খৈয়ামের। সেখানে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হয় প্রয়াত সঙ্গীত পরিচালককে।
আরও পড়ুন: একান্তে ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিলেন অঙ্কুশ, ঐন্দ্রিলা, দেখুন
Full state honours for legendary composer #Khayyam! pic.twitter.com/L6lnIcU6Kc
— SpotboyE (@Spotboye) August 20, 2019
সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খৈয়াম। মঙ্গলবার সারাদিন খৈয়ামের মরদেহ তাঁর জুহুর দক্ষিণা পার্ক সোসাইটির বাড়িতেই রাখা ছিল। অনুরাগীরা সেখানেই এসে শেষ শ্রদ্ধা জানিয়ে যান তাঁকে। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ শেষকৃত্যের উদ্দেশ্যে তাঁর মরদেহ নিয়ে যাত্রা শুরু হয়। এরপর ৪টে ৩০ নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয় খৈয়ামের।
আরও পড়ুন: বিচ্ছেদের ৫ বছর পর ফের কাছাকাছি জ্যাকলিন-সাজিদ?
১৫ অগাস্ট ফুসফুসে সংক্রমণ নিয়ে মুম্বইয়ের সুজয় হাসপাতালে ভর্তি হন খৈয়াম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।