সিনেমা নির্দশকের ভূমিকায় এবার সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত
সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবার নতুন ভূমিকায়। এবার সিনেমা নির্দেশকের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। তাঁর প্রথম ছবির নাম 'কেদারা'।
নিজস্ব প্রতিবেদন : সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবার নতুন ভূমিকায়। এবার সিনেমা নির্দেশকের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। তাঁর প্রথম ছবির নাম 'কেদারা'।
'কেদারা'-য় রয়েছে আরও একটি চমক। এই ছবিতে পরিচালক তথা অভিনেতা কৌশিক গাঙ্গুলিকে দেখা যাবে মুখ্য চরিত্রে অভিনয় করতে। কৌশিক গাঙ্গুলি ছাড়াও এই ছবিতে রুদ্রনীল ঘোষও। সোমবার মুক্তি পেল ছবির ফার্স্টলুক পোস্টার। উপস্থিত ছিলেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিক গাঙ্গুলি সহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।
সিনেমারটি গল্প একটি আরাম কেদারা ও এক ব্যক্তিকে নিয়েই আবর্তিত হবে বলে জানা গিয়েছে। যে ব্যক্তিটির ভূমিকাতেই অভিনয় করবেন কৌশিক গাঙ্গুলি।
তবে সঙ্গীত পরিচালকের নির্দেশনাতে সিনেমাটি তৈরি হলেও 'কেদারা'য় কোনও গান থাকছে না। থাকছে শুধু আবহ সঙ্গীত। যার দায়িত্বে রয়েছেন অরিজিৎ সিং।
প্রসঙ্গত, এর আগে কেদারার পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকে 'তিন কন্যা', 'মিসেস সেন', 'হাওয়া বদল', 'কানামাছি', 'রাজকাহিনী', 'গল্প হলেও সত্যি', 'চাঁদের পাহাড়','চারুলতা', 'চ্যাপলিন', 'জানি দেখা হবে' সহ একাধিক হিট ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।