সাত পাকে বাঁধা পড়লেন Neel-Trina
সনাতন রীতি মেনেই একে অপরের গলায় মালা পড়ালেন নীল-তৃণা।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![সাত পাকে বাঁধা পড়লেন Neel-Trina সাত পাকে বাঁধা পড়লেন Neel-Trina](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/05/304916-547654756.png)
নিজস্ব প্রতিবেদন : পরিণতি পেল প্রেম। সাতপাকে বাঁধা পড়লেন নীল-তৃণা। ৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার তপসিয়ার অর্কিড গার্ডেনে বসেছিল বিয়ের আসর। সনাতন রীতি মেনেই একে অপরের গলায় মালা পড়ালেন নীল-তৃণা। লেন্সবন্দি হয়েছে তারকা জুটির বিয়ের নানান মুহূর্ত।
বিয়ের সময় নীল-তৃণার চোখে মুখে উচ্ছ্বাস ছিল স্পষ্ট। তবে পিঁড়ি ধরে যখন ঘোরানো হচ্ছিল কিছুটা নববধূর মতোই লাজুক দেখাল তৃণা সাহাকে। শুভদৃষ্টির পর তৃণার পিঁড়ি ধরে যতটা সম্ভব উপরে তোলার চেষ্টা করলেন বন্ধুরা। তবে নীলের বন্ধুরাই বা কেন বাদ যাবেন! তাঁরাও নীলকে ধরে উপরে তুললেন। এমনই বিয়ের নানান মজাদার মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে।
নীল-তৃণার বিয়ের কিছু মজার মুহূর্ত...#zee24ghanta pic.twitter.com/70zkFn5d6G
— zee24ghanta (@Zee24Ghanta) February 4, 2021
নীল-তৃণার মালাবদলের মুহূর্ত#zee24ghanta pic.twitter.com/v6OiKFGEoZ
— zee24ghanta (@Zee24Ghanta) February 4, 2021
নীল-তৃণার শুভদৃষ্টি #zee24ghanta pic.twitter.com/6k3vxnbpAN
— zee24ghanta (@Zee24Ghanta) February 4, 2021
প্রসঙ্গত, -তৃণা সাহার সঙ্গে নীলের সম্পর্কের সূত্রপাত ২০১১ সালে। তাঁরা দুজনইে তখন MBA-এর প্রবেশিকা পরীক্ষা CAT-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ২০১১ সালে বন্ধুত্ব দিবসের দিন একটি ডিস্কো পাব-এ তাঁরা প্রথম ডেটে গিয়েছিলেন। নীল-তৃণা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ২০১১তে তাঁদের বন্ধুত্বের সূত্রপাত হলেও একে উপর প্রতি বিশেষ অনুভূতির কথা তাঁরা বুঝতে পারেন ২০১৬ সালে এসে। সে বছর ৮ জুন নীলের জন্মদিনে তৃণাই নাকি তাঁকে প্রথম ভালোবাসার কথা জানিয়েছিলেন। তবে নিজের মনের কথা তৃণাকে বলতে কিছুটা সময় নিয়েছিলেন নীল। ২০১৭-র ২১ জানুয়ারি তৃণার জন্মদিন নীল শেষপর্যন্ত তাঁর ভালোবাসার কথা জানিয়ে দেন।