শ্যুটিং চলাকালীন রক্তারক্তি কাণ্ড, কপাল ফাটল, আঙুলে চোট Nora Fatehi-র

সহ-অভিনেতার হাত থেকে বন্দুকের নল ছিটকে লাগে নোরার কপালে। চোট গুরুতর হওয়ায় ঝর ঝর করে রক্ত বের হতে থাকে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 19, 2021, 08:21 PM IST
শ্যুটিং চলাকালীন রক্তারক্তি কাণ্ড, কপাল ফাটল, আঙুলে চোট Nora Fatehi-র

নিজস্ব প্রতিবেদন: শ্যুটিং চলাকালীন এক্কেবারে রক্তারক্তি কাণ্ড। গুরুতর চোট পেলেন নোরা ফতেহি (Nora Fatehi)। জানা যাচ্ছে,  'ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া'- (Bhuj The Pride of India)র শ্যুটিং করছিলেন নোরা। সেখানেই সহ-অভিনেতার হাত থেকে বন্দুকের নল ছিটকে লাগে নোরার কপালে। চোট গুরুতর হওয়ায় ঝর ঝর করে রক্ত বের হতে থাকে। 

জানা যাচ্ছে, ছবির নির্মাতারা নোরার (Nora Fatehi) কপাল থেকে রক্ত বের হওয়ার শটটি ব্যবহার করেন। সম্প্রতি, প্রকাশ্যে এসেছে  'ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া'- (Bhuj The Pride of India) ছবিতে নোরার লুক। যেখানে নোরার কপাল থেকে রক্ত বের হতে দেখা গিয়েছে, আর সেই ক্ষত কোনও মেকআপের মাধ্যমে তৈরি করা হয়নি। এটি এক্কেবারে সত্যি।  

শ্যুটিং চলাকালীন এই দুর্ঘটনার কথা বলতে গিয়ে নোরা ফতেহি (Nora Fatehi) বলেন, ''আমরা একটি অ্যাকশন সিক্যুয়েন্সের জন্য শুটিং করছিলাম। পরিচালক সিঙ্গল টেকে এই দৃশ্যটির শট নিতে চেয়েছিলেন। আমি রিহার্সাল করছিলাম, সহ-অভিনেতা অ্যাকশন কোরিওগ্রাফি করছিলেন। উনি আমার কপালে বন্দুক ধরবেন, আর আমার সেটা এক ঝটকায় সরিয়ে মারতে শুরু করার কথা। কিন্তু বন্দুকের নলটি ভারি হওয়ার কারণে আমার কপালে আঘাত লাগে আর রক্ত ঝরতে শুরু করে।'' নোরার কপাল ফুলে যাওয়ায় সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় নোরাকে। 

আরও পড়ুন-Shahrukh কন্যা সুহানার সঙ্গে একাধিকবার বোল্ড ছবিতে ধরা পড়েছেন, কে এই Alia?

এখানেই শেষ নয়, নোরা (Nora Fatehi) আরও জানান, পরদিন আরও একটি অ্যাকশন সিক্যুয়েন্সের শুট করার সময় পড়ে গিয়ে আঙুলে চোট পান তিনি। যেকারণে গোটা শুটিংয়ে তাঁকে স্লিং পরতে হয়েছিল। যদিও নোরার কথায়, এই দাগ নিয়ে তিনি গর্বিত, এটা একটা অভিজ্ঞতা। 

প্রসঙ্গত,  'ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া'- (Bhuj The Pride of India) ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে।  এই ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণ, সোনক্ষী সিনহা, নোরা ফতেহি ও শরদ কেলকার-কে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.