স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের ভিডিয়ো, দেখুন
নিজের ট্যুইটারে হ্য়ান্ডেলে শেয়ার করেন নুসরত
![স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের ভিডিয়ো, দেখুন স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের ভিডিয়ো, দেখুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/08/15/204553-nusnus.jpgss.jpg)
নিজস্ব প্রতিবেদন : গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে স্বাধীনতা দিবস। বলিউড থেকে টলিউড, প্রায় সব সেলেবরাই ৭৩তম স্বাধীনতা দিবস পালন করছেন সাড়ম্বরে। অমিতাভ বচ্চন হোক কিংবা মিমি চক্রবর্তী, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান প্রত্যেকে। বলিউড কিংবা টলিউডের সেলেবদের পাশপাশি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহানও।
দেখুন সেই ভিডিয়ো..
— Nusrat (@nusratchirps) August 14, 2019
Happy Independence Day to all pic.twitter.com/dSnzC746mW
— Nusrat (@nusratchirps) August 15, 2019
নিজের ট্যুইটার হ্যান্ডেলে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান নুসরত জাহান। তিনি বলেন, ভারতবাসী হিসেবে গর্ববোধ করেন তিনি। ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই এগিয়ে এসে একসঙ্গে কাজ শুরু করুন। জাতি, ধর্ম নির্বিশেষে সমাজের সবস্তরের মানুষ যাতে একসঙ্গে কাজ করেন, সেই আহ্বানও জানান নুসরত জাহান।