Ranveer-Deepika কি সন্তানের বাবা-মা? নিশ্চিত খবর চাইলেন Parineeti Chopra
পরিণীতির কৌতূহল এখনও নিরসন করেননি রণবীর (Ranveer Singh)।
![Ranveer-Deepika কি সন্তানের বাবা-মা? নিশ্চিত খবর চাইলেন Parineeti Chopra Ranveer-Deepika কি সন্তানের বাবা-মা? নিশ্চিত খবর চাইলেন Parineeti Chopra](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/26/341561-parineeti-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: রণবীর-দীপিকা কি সন্তানের অভিভাবক? জানতে চাইলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। বলা ভালো, তাঁর এক ভক্তের প্রশ্নের উত্তর পেতেই রণবীরের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।
ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে 'আমাকে প্রশ্ন করুন' পর্ব চালাচ্ছিলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। তখন আসে এক ভক্তের বেয়াড়া প্রশ্ন? রণবীর সিং পাপা বন গ্যায়ে (রণবীর বাবা হলেন)? উত্তরটা পরিণীতি দেননি। বরং সে প্রশ্ন রণবীরকেই করেছেন তিনি। 'লেডিজ ভার্সেস রিকি বহেল', 'কিল দিল' ছবিতে 'বাজিরাও'য়ের সঙ্গে অভিনয় করেছেন পরিণীতি। সহ-অভিনেতাকে ট্যাগ করে অভিনেত্রী লিখেছেন,'অনুগ্রহ করে এটা নিশ্চিত করো।' পরিণীতির কৌতূহল এখনও নিরসন করেননি রণবীর (Ranveer Singh)। যেমন তাঁর স্বভাব তাতে জমাটি উত্তরের আশা করছেন নেটিজেনরা।
অতিসম্প্রতি সাইনা নেহওয়ালের বায়োপিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল পরিণীতিকে। রণবীর কাপুর ও অনিল কাপুরের আগামী ছবিতে 'অ্যানিমাল'-এ দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন- Nusrat: আমরা মাতৃশক্তিকে সম্মান করি, প্রতিক্রিয়া Dilip-র
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)