রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, রাস্তায় নেমে পরিবর্তন আনব: পার্নো
পার্নোর মতে, বর্তমান সরকার শুধুমাত্র নিজের নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে। সাধারণ মানুষের পরোয়া না করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুদ্ধে নেমেছে।
![রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, রাস্তায় নেমে পরিবর্তন আনব: পার্নো রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, রাস্তায় নেমে পরিবর্তন আনব: পার্নো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/07/21/201661-parno-mitra.jpg)
নিজস্ব প্রতিবেদন: বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। সে নিয়ে শুরু হয়েছে নানা মুনির নানা মত। তারকাদের দলবদলের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেনও। এবার রাজনীতিতে আসার কারণ খোলসা করলেন পার্নো। তাঁর অভিমত, পরিবর্তন চাইলে নিজেকেই সেই পরিবর্তন আনতে হবে।
'টাইমস অফ ইন্ডিয়া'কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'আমার প্রজন্মের লোকেরা এগিয়ে আসছে। তাঁরা পরিবর্তন চান। সহকর্মীদের সাফল্যে আমি খুশি। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করলে পরিবর্তন আসবে না। তার জন্য পথে নামতে হবে। এরপর সময় বলবে। পরিবর্তন চাইলে নিজেকেই তা আনতে হয়।'
তৃণমূল সরকারকেও কটাক্ষ করতে ছাড়েননি পার্নো। তাঁর চাঁচাছোলা মন্তব্য, 'আমরা এটা বুঝে গিয়েছি এরাজ্যে চাকরি নেই, শিল্প নেই। যখন পরিবর্তন এল তখন সবাই আশা করেছিলাম এবার শিল্প আসবে, পরিকাঠামো নির্মাণ হবে। উন্নতি হবে শিক্ষা, স্বাস্থ্যের। কিন্তু বদলে আমরা পেলাম শুধুই মিথ্যা আশা, দুর্নীতি। আইনিব্যবস্থা পুরো ভেঙে গিয়েছে। শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থার কোনও উন্নতিই হয়নি।'
পার্নোর মতে, বর্তমান সরকার শুধুমাত্র নিজের নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে। সাধারণ মানুষের পরোয়া না করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুদ্ধে নেমেছে। তিনি আরও বলেন, 'আমি নতুন সমাজের সাক্ষী হতে চাই। পরিবর্তন আনতে চাই। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, কলকাতার রাস্তায়, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় গিয়ে কাজ করব।'
অতিসম্প্রতি পার্নো মিত্র-সহ ১২ জন টলি তারকা যোগ দেন বিজেপিতে। নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে সদস্যপদ গ্রহণ করেন তাঁরা।
আরও পড়ুন- সিগারেটে সুখটান প্রিয়াঙ্কার, অ্যাজমা রোগী কি দীপাবলি আসলেই হন? উঠছে প্রশ্ন