করোনার টিকা নিলেন কবি Joy Goswami

দেশের বিভিন্ন প্রান্তে চলছে করোনার টিকা করণ। এ রাজ্যেও সরকারি, বেসরকারি উদ্যোগে দেওয়া হচ্ছে করোনার টিকা। শুক্রবার শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনার টিকা নিলেন কবি জয় গোস্বামী। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 5, 2021, 02:00 PM IST
করোনার টিকা নিলেন কবি Joy Goswami

নিজস্ব প্রতিবেদন : দেশের বিভিন্ন প্রান্তে চলছে করোনার টিকা করণ। এ রাজ্যেও সরকারি, বেসরকারি উদ্যোগে দেওয়া হচ্ছে করোনার টিকা। শুক্রবার শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনার টিকা নিলেন কবি জয় গোস্বামী। 

করোনার টিকা নেওয়ার বিষয়ে কবি জয় গোস্বামী বলেন, 'এই যে ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাচ্ছি, এতে স্বস্তি বোধ করছি।' এদিন জয় গোস্বামীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কাবেরী গোস্বামী।

তবে শুধু জয় গোস্বামীই নন। এ রাজ্য সহ গোটা দেশজুড়ে বহু তারকা ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বকেই করোনার ভ্যাকসিন নিতে দেখা যাচ্ছে। ভ্যাকসিন নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ইতিমধ্যেই ভোটকর্মী, স্বাস্থ্যকর্মীদের করোনার টিকা নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালে বিনামূল্যেই মিলছে টিকা। বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের দাম সর্বোচ্চ ২৫০টাকায় বেঁধে দিয়েছে সরকার। 

 

 

.