Ed Sheeran: মাঝরাস্তায় জ্যামিং সেশন এড শিরানের! হঠাত্ গায়কের মাইকের প্লাগ খুলে অনুষ্ঠান বন্ধ করে দিল পুলিস...
Ed Sheeran Church Street: ফ্যানেদের সারপ্রাইজ দিতে রাস্তায় নামলেন বিশ্বখ্যাত পপস্টার এড শিরান। বেঙ্গালুরুর চার্চ স্ট্রিট শুরু করলেন জ্যামিং সেশন। কিন্তু এড শিরান ফ্যানেদের মন জয় করলেও, স্থানীয় পুলিসদের তিনি স্পষ্টতই মুগ্ধ করতে ব্যর্থ হন।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/default_images/placeholder_image_bengali.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্লোবাল সেনশন হলেও একেবারে মাটির মানুষ এড শিরান (ED Sheeran)। ৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে ছিল তাঁর কনসার্ট। সেই সূত্রেই আপাতত বেঙ্গালুরুতে আছেন তিনি। রবিবার সকালে তিনি তাঁর ফ্যানেদের সারপ্রাইজ দিতে পৌঁছে যান বেঙ্গালুরুর চার্চ স্ট্রিট। সেখানে শুরু করেন জ্যামিং সেশন।
এড শিরানকে চেনেন না, ভারতে এমন মানুষ খুবই কম আছে বলে মনে হয়। কিন্তু এদিন আচমকাই এড যখন তাঁর জ্যামিং-য়ে মজে। তখন একজন স্থানীয় পুলিস তাঁকে চিনে না পেরে অদ্ভূত কাণ্ড ঘটান। রাস্তায় গান গাইতে দেখে পুলিস রেগে যান এবং জ্যামিং-য়ের মাঝপথে মাইক খুলে পারফরম্যান্স বন্ধ করে দেন।
বিস্তারিত ঠিক কী ঘটে এদিন? রবিবার চার্চ স্ট্রিটে এড শিরান তাঁর ফ্যানেদের অবাক করে দেন। রাস্তাতেই গিটার বাজিয়ে 'শেপ অফ ইউ' গানটি গাইতে তাঁকে দেখা যায়। স্বাভাবিকভাবেই জনতা পপস্টারকে রাস্তার মাঝে জ্যাম করতে দেখে বিশাল উল্লসিত হয়ে পড়ে। ফলে রাস্তায় ভিড় জমতে শুরু করে। কিন্তু এড শিরান ফ্যানেদের মন জয় করলেও, স্থানীয় পুলিসদের তিনি স্পষ্টতই মুগ্ধ করতে ব্যর্থ হন। এক স্থানীয় পুলিস তাঁর মাইক্রোফোনের প্লাগ খুলে দেন। এবং জ্যামিং বন্ধ করে দেন।
A police officer pulled the plug when Ed Sheeran surprised everyone on Church Street pic.twitter.com/cMIRoLC7Mk
— Naai sekar (@snehaplsstop) February 9, 2025
আরও পড়ুন:Kalyan Ghosh: মাধ্যমিকের আগে মাইক বাজিয়ে চলছে রক্তদান শিবির! ক্ষেপে গিয়ে বিধায়ক কল্যাণ যা করলেন...
আপাতদৃষ্টিতে দেখা বোঝা যাচ্ছে, পুলিসকর্তা গায়ককে চিনতে না পেরেই এই ঘটনা ঘটায়। তবে এই কাণ্ডে গায়ককে স্পষ্টতই বিব্রত এবং বিরক্ত দেখাচ্ছিল। সেখান থেকে চলে যাওয়ার আগে তিনি জানান যে, তাঁর দল অনুষ্ঠানের জন্য আগে থেকে অনুমতি নিয়ে রেখেছিল। কিন্তু পুলিস সদস্যরা সেটা বন্ধ করে দিল। অন্য়দিকে, ফ্যানেরাও সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ হয়ে বেঙ্গালুরু পুলিসের নিন্দা করেছেন।
গত বছর মুম্বইয়ে কনসার্টে মাতিয়ে গিয়েছেন এড শিরান। এবছরেও তিনি আবার ভারতের মাটিতে ফিরেছেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি চেন্নাইয়ে কনসার্ট করেন। তারপর ৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে করেন। এবার তিনি ১২ ফেব্রুয়ারি তাঁর কনসার্টের জন্য শিলং যাবেন এবং ১৫ই ফেব্রুয়ারি দিল্লিতে শেষ কনসার্ট করে তাঁর ভারত সফর শেষ করবেন।
আরও পড়ুন:Pritam Chakraborty: বড় বিপর্যয়! সইফকাণ্ডের আবহেই এবার প্রীতমের অফিস থেকে চুরি গেল লাখ-লাখ টাকা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)