নায়িকা নয়, ফের গায়িকার বেশে হাজির প্রিয়াঙ্কা
ওয়েব ডেক্স : 'ইন মাই সিটি' ও 'এক্সোটিক'- এর পর ফের একবার গায়িকার বেশে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশি গার্লের নতুন মিউজিক অ্যালবাম 'ইয়ং অ্যান্ড ফ্রি'। তাঁর এই অ্যালবামের মিউডিক কম্পোজার হলেন রেকর্ড প্রডিউসার উইল স্পার্ক। মিউজিক অ্যালবামের জয়েন্ট কোলাবরেশনের জন্য অস্ট্রেলিয়ান ডিজে উইল স্পার্ককে ট্যুইট করে ধন্যবাদ জানিয়েছেন পিগি চপস। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন অন্যান্য সহকর্মীদেরও।
আরও পড়ুন-পুজোয় দেখা হবে দুই গোয়েন্দার, ব্যোমকেশকে ট্যুইট কাকাবাবুর
Thank you @willsparks, @tobygad, #RachelRabin & @tydollasign. It's our time to be #YoungAndFree @billboarddance https://t.co/88fHPjcd0Z
— PRIYANKA (@priyankachopra) August 11, 2017
প্রিয়াঙ্কার মতই উচ্ছল তাঁর মিউজিক। তবে শুধু গান গাওয়াই নন, গানের লিরিকসও তাঁর নিজেরই লেখা। তাঁর এই অভিজ্ঞতার কথা শেয়ার করে প্রিয়াঙ্কার বক্তব্য, জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ে এই গানের লিরিকস তিনি লিখেছেন। গানের ভিডিও পিগি চপস নিজেই ট্যুইটার ও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাঁর বক্তব্য 'এই লিরিকসের জন্মই হয়েছে মুক্তির জন্যই'।
Play it LOUD #YoungAndFree #OutNow pic.twitter.com/inr2Vr2iGs
— PRIYANKA (@priyankachopra) August 11, 2017
প্রসঙ্গত এর আগে প্রিয়াঙ্কার 'ইন মাই সিটি' অ্যালবামটিও ইউটিউবে ঝড় তুলেছিল। এই মুহূর্তে বলিউড ছেড়ে হলিউড কাঁপাচ্ছেন দেশি গার্ল। একের পর এক হলিউড মুভিতে ব্যস্ত তিনি। পাশাপাশি মিউজিকেও তাঁর দক্ষতার ছাপ রাখছেন। সত্যিই, প্রিয়াঙ্কার ট্যালেন্টের কথা তারিফ করতেই হয়।