জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোটা দেশজুড়ে এখন পুষ্পা রাজ।  ৫ ডিসেম্বর গোটা বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুকুমার পরিচালিত 'পুষ্পা ২: দ্য রুল' (Pushpa 2: The Rule)। ইতোমধ্যেই ১৫০০ কোটির আয় করে ফেলেছে এই ছবি। সম্প্রতি, জানা গিয়েছে এই ছবি খুব তাড়াতাড়ি ওটিটি-তে মুক্তি পেতে পাবে। এই খবর ছড়িয়ে পড়তেই এক আলাদা উন্মাদনা ছড়িয়ে পড়ে দর্শকমহলে।

এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন ছবির প্রযোজনা সংস্থা মিথ্রি মুভিজ। শুক্রবার তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানান। নির্মাতারা বলেছেন যে, 'পুষ্পা ২-র ওটিটি মুক্তি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। মুক্তির ৫৬ দিনের আগে কোনভাবেই ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে না।'

আরও পড়ুন:Madhya Pradesh: ঘুমের মধ্যে ঝলসে মৃত দুই শিশু-সহ দম্পতি! মর্মান্তিক মৃত্যুতে হাহাকার...

অন্যদিকে, পুষ্পা-২ এর স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় দক্ষিণী সুপারস্টারকে গ্রেফতার করেছিল পুলিস। কিছুদিন আগেই জানা গিয়েছে, ওই মহিলার ৮ বছরের শিশুসন্তানও আশঙ্কাজনক। ব্রেন হেমারেজের কারণে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, ৮ বছরের শ্রী তেজের শারীরিক অবস্থার কোনও উন্নতি ঘটেনি। চিকিত্‍সায় সেভাবে সাড়া দিচ্ছে না তেজ। তার নিউরোলজিক্যাল কন্ডিশন একইরকম। কোনও উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবার তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। শ্বাসক্রিয়া সচল করতে করা হতে পারে ট্র্যাকিওস্টোমিও। তবে আশার কথা একটাই যে, চিকিত্‍সকরা বলছেন ওই শিশুর জ্বর কমেছে। অন্যান্য ভাইটাল প্যারামিটার্স স্থিতিশীল আছে। বাইরে থেকে দেওয়া খাবারও সে গ্রহণ করছে।  

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

English Title: 
Pushpa 2 Release on OTT Makers Share MAJOR Update
News Source: 
Home Title: 

এবার পুষ্পা কাঁপাবে ওটিটি! নির্মাতারা দিলেন বড় আপডেট, কবে কোথায় দেখতে পাবেন?

Pushpa 2 OTT Release: এবার পুষ্পা কাঁপাবে ওটিটি! নির্মাতারা দিলেন বড় আপডেট, কবে কোথায় দেখতে পাবেন?
Yes
Is Blog?: 
No