Raima Sen : দক্ষিণপাড়ার দুর্গা, দুয়ারে রাইমা
রথাযাত্রার শুভদিনে পুজো কমিটির তরফে আয়োজিত খুঁটিপুজোয় রাইমা।
![Raima Sen : দক্ষিণপাড়ার দুর্গা, দুয়ারে রাইমা Raima Sen : দক্ষিণপাড়ার দুর্গা, দুয়ারে রাইমা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/01/380885-4816ee79-203c-44cb-a9c4-baf879f835fb.jpg)
অনসূয়া বন্দ্যোপাধ্যায় : দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজোর শুভ সূচনা করলেন অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)। এবছর দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজো ৬২তম বর্ষে পা দিচ্ছে। শুক্রবার রথাযাত্রার শুভদিনে পুজো কমিটির তরফে খুঁটিপুজোর আয়োজন করা হয়। সেখানেই হাজির ছিলেন রাইমা।
দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির খুঁটিপুজোয় এসে সাংবাদিকদের মুখোমুখি হন রাইমা সেন। কীভাবে পুজো কাটাবেন, সেই প্রশ্নে অভিনেত্রী বলেন, 'পুজোর এখনও বেশকিছুটা দেরি আছে। তাই এখনও কোনও পরিকল্পনা করিনি। তবে গতবছর কলকাতাতেই ছিলাম। এবছর কোথায় থাকব এখনও জানি না।'
আরও পড়ুন-গল্প লিখেছেন ইন্দ্রাণী হালদার, আসছে 'দশভূজা অ্যাকাডেমি'
সম্প্রতি আনশাই লাল ও অতুল মোঙ্গিয়া পরিচালিত নেটফ্লিক্সের 'Mai' বলে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন রাইমা সেন। এছাড়া আমাজন প্রাইমের 'the Last Hour' নামে একটি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে।