অন্তর্বাসের সূত্রে বাঁধা রণবীর-অক্ষয়! ফাঁস 'কফি উইথ করণ'এ
যেগুলির মধ্যে অন্যতম হল রণবীর ও অক্ষয়ের অন্তর্বাস যোগ।
![অন্তর্বাসের সূত্রে বাঁধা রণবীর-অক্ষয়! ফাঁস 'কফি উইথ করণ'এ অন্তর্বাসের সূত্রে বাঁধা রণবীর-অক্ষয়! ফাঁস 'কফি উইথ করণ'এ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/10/30/151155-akshay-ranveer-underware.jpg)
নিজস্ব প্রতিবেদন: 'কফি উইথ করণ-৬'-এর সম্প্রচারিত হওয়া দ্বিতীয় পর্বটি ছিল অত্যন্ত মজাদার। এই পর্বে করণের শোয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রণবীর সিং ও অক্ষয় কুমার। ওইদিন রণবীর ও অক্ষয়ের আলোচনায় উঠে আসে নানান মজাদার তথ্য। যেগুলির মধ্যে অন্যতম হল রণবীর ও অক্ষয়ের অন্তর্বাস যোগ।
তবে কথাটা শুনে বিষয়টি যতটা অস্বস্তিকর বলে মনে হচ্ছে, বিষয়টি কিন্তু ততটাও অস্বস্তিকর নয়। করণের টক শোয়ে এসে রণবীর ও অক্ষয় আলোচনা করছিলেন তাঁদের কেরিয়ারে দুজনের কী কী মিল রয়েছে? এ প্রসঙ্গে অক্ষয় বলেন, 'বেফিকরে' (২০১৬) ছবির একটি দৃশ্যে রণবীর সিং-কে অন্তর্বাস পড়ে হাঁটতে দেখা গিয়েছিল। অক্ষয়ের কথায় তাঁর কেরিয়ারের শুরুতে ১৯৯৪ সালে 'সুহাগ' ছবিতে অক্ষয়কেও একই কাজ করতে হয়েছিল। পার্থক্য শুধু রণবীর লাল অন্তর্বাস পরেছিলেন, আর তিনি নীল।
প্রসঙ্গত আরও অনেক মজাদার বিষয়ই উঠে আসে রণবীর ও অক্ষয়ের এপিসোডে। প্রসঙ্গত, কফি উইথ করণ-৬ এর তৃতীয় পর্বে করণের সঙ্গে দেখা যাবে বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানকে।
আরও পড়ুন-বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-আলিয়া! কাপুর বাড়িতে সানাই বাজল বলে...