কঙ্গনা রানাওয়াতকে নিয়ে জানেন কী কথা হল রণবীর সিং আর রণবীর কাপুরের মধ্যে?
সদ্যই কফি উইথ করণে একসঙ্গে এসেছিলেন রণবীর সিং এবং রণবীর কাপুর। তাঁদের মধ্যেই বলিউড কুইন কঙ্গনা রানাওয়াতকে নিয়ে কথাবার্তা হয়। সেখানেই রণবীর সিং মজার ছলে বলেন যে, তিনি রণবীর কাপুর আর কঙ্গনা রানাওয়াতকে ডেট করতে দেখতে চান। জানা গিয়েছে, রণবীর সিংয়ের এই মজার উত্তরে বলিউড কুইন কঙ্গনা বলেন যে, রণবীর সিং তাঁর খুব ভালো বন্ধু। এবং তিনি সবসময়েই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলী থাকেন। কিন্তু সকলেই জানেন যে কঙ্গনা খুবই রহস্যময়ী। তাঁর প্রেম জীবন নিয়ে সত্যিই কেউ কিছু জানেন না।
![কঙ্গনা রানাওয়াতকে নিয়ে জানেন কী কথা হল রণবীর সিং আর রণবীর কাপুরের মধ্যে? কঙ্গনা রানাওয়াতকে নিয়ে জানেন কী কথা হল রণবীর সিং আর রণবীর কাপুরের মধ্যে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/06/72286-ranbir-6-12-16.jpg)
ওয়েব ডেস্ক: সদ্যই কফি উইথ করণে একসঙ্গে এসেছিলেন রণবীর সিং এবং রণবীর কাপুর। তাঁদের মধ্যেই বলিউড কুইন কঙ্গনা রানাওয়াতকে নিয়ে কথাবার্তা হয়। সেখানেই রণবীর সিং মজার ছলে বলেন যে, তিনি রণবীর কাপুর আর কঙ্গনা রানাওয়াতকে ডেট করতে দেখতে চান। জানা গিয়েছে, রণবীর সিংয়ের এই মজার উত্তরে বলিউড কুইন কঙ্গনা বলেন যে, রণবীর সিং তাঁর খুব ভালো বন্ধু। এবং তিনি সবসময়েই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলী থাকেন। কিন্তু সকলেই জানেন যে কঙ্গনা খুবই রহস্যময়ী। তাঁর প্রেম জীবন নিয়ে সত্যিই কেউ কিছু জানেন না।
আরও পড়ুন জয়ললিতার মৃত্যুতে হতবাক, 'আম্মা'র একমাত্র বলিউড ফিল্মের হিরো!