টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর NCB-র প্রশ্নবাণ থেকে মুক্তি পেলেন রিয়া
মঙ্গলবারও ডাকা হয়েছে রিয়া চক্রবর্তীকে
নিজস্ব প্রতিবেদন : সোমবার প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুক্তি পেলেন রিয়া চক্রবর্তী। সোমবার টানা জিজ্ঞাসাবাদের পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিস ছাড়তে দেখা যায় অভিনেত্রীকে। তবে মঙ্গলবার ফের রিয়া চক্রবর্তীকে এনসিবির অফিসে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে পরপর ৩ দিন ধরে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা।
আরও পড়ুন : বিষক্রিয়ার জেরেই মৃত্যু সুশান্তের? ভিসেরা পরীক্ষা এইমসের
রবিবার প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রিয়া চক্রবর্তীকে। সোমবার এরপর ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় জেলেবি অভিনেত্রীকে। রবিবার,সোমবারের পর মঙ্গলবারও এনসিবির অফিসে হাজির হতে হবে রিয়া চক্রবর্তীকে। তবে সোমবারের জিজ্ঞাসাবাদে কী কী বিষয় উঠে এসেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
দেখুন...
Actor #RheaChakraborty leaves from Narcotics Control Bureau office in Mumbai. She was called to the office for the second day today, as part of the investigation related to #SushantSinghRajput death case. https://t.co/4RouvABBOH pic.twitter.com/ARyQrKOV4q
— ANI (@ANI) September 7, 2020
#RheaChakraborty has been sent back to her home. She has been called back tomorrow, the interrogation will continue: Mutha Ashok Jain, Deputy DG, South-Western Region, NCB in Mumbai. #SushantSingRajputDeathCase pic.twitter.com/siOyX7qVpd
— ANI (@ANI) September 7, 2020
এদিকে বিষক্রিয়ার জেরেই সুশান্তে মৃত্য়ু হয়েছে কি না, সে বিষয়ে এবার ভিসেরা পরীক্ষা করবেন এইমসের ফরেনসিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ভিসেরা পরীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসবে বলেই মনে করা হচ্ছে।
সোমবার রিয়া চক্রবর্তীর সঙ্গে বসিয়ে স্যামুয়েল মিরান্ডা এবং সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত রিয়ার সামনাসামনি বসিয়ে স্যামুয়েল মিরান্ডা এবং সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে সোমবার সকালে সুশান্তের হাউজ ম্যানেজার এবং রিয়া চক্রবর্তীর ভাইয়ের মেডিকেল টেস্ট করানো হয়।