শেরার সঙ্গে Salman, 'বডিগার্ডকে' নিয়ে ক্যামেরার সামনে 'ভাইজান'
ইনস্টাগ্রামে শেয়ার করেন সলমন খান
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![শেরার সঙ্গে Salman, 'বডিগার্ডকে' নিয়ে ক্যামেরার সামনে 'ভাইজান' শেরার সঙ্গে Salman, 'বডিগার্ডকে' নিয়ে ক্যামেরার সামনে 'ভাইজান'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/20/302637-sllls.jpgsheraaa.jpg)
নিজস্ব প্রতিবেদন : খাতায় কলমে নিরাপত্তারক্ষী হলেও, শেরার সঙ্গে সলমনের (Salman Khan) সম্পর্ক যে একেবারেই ভাইয়ের মতো, তা প্রকাশ্যে এসেছে একাধিকবার। সলমনের নিরাপত্তা রক্ষীর ভূমিকায় নিজের দায়িত্ব পালনের পর এবার ভাইজানের সিনেমাতেও স্ক্রিন শেয়ার করছেন শেরা! সলমন এবং শেরার একটি ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। যেখানে পাগড়ি বেঁধে সলমনের পাশে দাড়িয়ে ছবি তুলতে দেখা যায় শেরাকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সলমন খান শেয়ার করেন সেই ছবিও।
দেখুন সেই ছবি...
মাথায় পাগড়ি বেঁধে সলমন যখন শেরার সঙ্গে ছবি তোলেন, তা প্রকাশ্যে আসতেই অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন বলিউড ভাইজান। যদিও সলমনের পরবর্তী সিনেমা অন্তিমে শেরা স্ক্রিন শেয়ার করছেন বলে অনেকে মন্তব্য করেন। প্রসঙ্গত অন্তিমে একজন শিখ পুলিস অফিসারের ভূমিকায় অভিনয় করছেন সলমন খান। ওই ছবিতে সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন আয়ূষ শর্মা। যার প্রথম টিজার প্রকাশ্যে আসার পরপরই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন : বিতর্ক অব্যাহত, টিম Tandav-এর বিরুদ্ধে FIR মুম্বইতে
এদিকে রাধে এবং অন্তিমের শ্যুট শেষ করে বর্তমানে বিগ বস ১৪-র শ্যুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন সলমন খান।