আদালত চত্বরেই সলমন খানকে হুমকি গ্যাংস্টারের
যোধপুরে গ্যাংস্টারের হুমকির মুখে সলমন খান।
Updated By: Jan 5, 2018, 09:33 PM IST
![আদালত চত্বরেই সলমন খানকে হুমকি গ্যাংস্টারের আদালত চত্বরেই সলমন খানকে হুমকি গ্যাংস্টারের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/05/104454-salman.jpg)
ওয়েব ডেস্ক: যোধপুরে সলমন খানকে হুমকি দিলেন গ্যাংস্টার। কৃষ্ণসার হত্যা মামলার শুনানিতে যোধপুর আদালতে হাজির হয়েছিলেন সলমন। সেখানেই আদালত চত্বরে তাঁকে হুমকি দেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
আদালতে পুলিসি পাহারায় বিষ্ণোইকে আনা হয়েছিল। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। আদালত চত্বরে ছিলেন সলমন খানও। তখনই সলমনকে হুমকি দেন বিষ্ণোই।