Samantha Ruth Prabhu, Vijay Deverakonda: গভীর জলে পড়ে যায় গাড়ি! কাশ্মীরে শুটিংয়ে আহত সামান্থা-বিজয়
কাশ্মীরের পলহেলগাঁওতে দুই দক্ষিণী অভিনেতা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। দৃশ্যটি অত্যন্ত কঠিন ছিল। শুটিংয়ের সময় গভীর জলাশয়ে পড়ে যায় তাঁদের গাড়িটি। তখনই তাঁদের চোট লাগে। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় শুটিং।
![Samantha Ruth Prabhu, Vijay Deverakonda: গভীর জলে পড়ে যায় গাড়ি! কাশ্মীরে শুটিংয়ে আহত সামান্থা-বিজয় Samantha Ruth Prabhu, Vijay Deverakonda: গভীর জলে পড়ে যায় গাড়ি! কাশ্মীরে শুটিংয়ে আহত সামান্থা-বিজয়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/23/376521-samantha.jpg)
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে ছবির শুটিং করার সময় গুরুতর আহত হলেন দক্ষিণী ছবির নায়িকা সামান্থা রাউত প্রভু (Samantha Ruth Prabhu) এবং বিজয় দেভেরাকোন্ডা (Vijay Deverakonda)। সঙ্গে সঙ্গে নিটকবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা হয়।
জানা গিয়েছে, কাশ্মীরের পলহেলগাঁওতে দুই দক্ষিণী অভিনেতা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। দৃশ্যটি অত্যন্ত কঠিন ছিল। শুটিংয়ের সময় গভীর জলাশয়ে পড়ে যায় তাঁদের গাড়িটি। তখনই তাঁদের চোট লাগে। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় শুটিং।
শুটিং উপস্থিত একজন জানান, দু'জনকে সঙ্গে সঙ্গে ডাল লেকের পাশের হোটেলে নিয়ে যাওয়া হয়।