সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন অভিনেতা দেবশঙ্কর হালদার
Updated By: Jun 13, 2015, 12:38 PM IST
![সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন অভিনেতা দেবশঙ্কর হালদার সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন অভিনেতা দেবশঙ্কর হালদার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/06/13/38977-11-sangeet-natak-academy.jpg)
ওয়েব ডেস্ক: সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ হল অভিনেতা দেবশঙ্কর হালদারের। ২০১৫ সালের সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন তিনি। মঞ্চে অভিনয়ের অবদানের জন্যই তাঁকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। বর্তমানে ২৩টি নাটকে অভিনয় করেন দেবশঙ্করবাবু। নান্দীকার নাট্য গোষ্ঠীর সম্পাদক দেবশঙ্করবাবু মঞ্চ ছাড়াও ছোট পর্দায় সঞ্চালনার কাজেও খুব জনপ্রিয়। কাল্লু মামা, রুদ্ধসঙ্গীত, নিঃসঙ্গ সম্রাট প্রভৃতি নাটকে তাঁর অভিনয় খুবই উল্লেখযোগ্য। মঞ্চ ছাড়াও সেলুলয়েডেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।
এই পুরস্কারে সম্মানিত হওয়ায় খুশি অভিনেতা দেবশঙ্কর হালদার। কলকাতার নাট্যজগত মনে করছেন এই সম্মানের জন্য যোগ্য ব্যাক্তি তিনি।