কবে মুক্তি পাবে সুশান্ত-সারা-র ছবি ‘কেদারনাথ’?
অনেকদিন ধরেই সইফ আলি খানের মেয়ে সারা আলি খানের বলিউডে ডেবিউ করার কথা শোনা যাচ্ছিল। অবশেষে শোনা যায় যে ধোনি নায়ক সুশান্ত সিং রাজপুতের বিপরীতে বলিউডে ডেবিউ করতে চলেছেন সারা আলি খান । পরিচালক অভিষেক কাপুরের পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন সারা । পরিচালক অভিষেক কাপুরের হাত ধরেই বলিউডে ডেবিউ হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। এবার সেই পরিচালকের হাত ধরেই বলিউডে অভিষেক হতে চলেছে সইফ কন্যার।
![কবে মুক্তি পাবে সুশান্ত-সারা-র ছবি ‘কেদারনাথ’? কবে মুক্তি পাবে সুশান্ত-সারা-র ছবি ‘কেদারনাথ’?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/10/89008-film-10-7-17.jpg)
ওয়েব ডেস্ক: অনেকদিন ধরেই সইফ আলি খানের মেয়ে সারা আলি খানের বলিউডে ডেবিউ করার কথা শোনা যাচ্ছিল। অবশেষে শোনা যায় যে ধোনি নায়ক সুশান্ত সিং রাজপুতের বিপরীতে বলিউডে ডেবিউ করতে চলেছেন সারা আলি খান । পরিচালক অভিষেক কাপুরের পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন সারা । পরিচালক অভিষেক কাপুরের হাত ধরেই বলিউডে ডেবিউ হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। এবার সেই পরিচালকের হাত ধরেই বলিউডে অভিষেক হতে চলেছে সইফ কন্যার।
ছবির নাম কেদারনাথ । এই ছবিতেই একসঙ্গে দেখা যাবে সুশান্ত সিং রাজপুত এবং সারা আলি খানকে। ছবি মুক্তি পাবে আগামি বছর অর্থাত্ ২০১৮ সালের জুন মাসে।