প্রকাশ্যে সারার অদ্ভূত ভিডিও, চমকে উঠলেন বাবা সইফ, দেখুন
৯৬ কিলো ওজন সারার
![প্রকাশ্যে সারার অদ্ভূত ভিডিও, চমকে উঠলেন বাবা সইফ, দেখুন প্রকাশ্যে সারার অদ্ভূত ভিডিও, চমকে উঠলেন বাবা সইফ, দেখুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/19/156457-725009-nkasfasf.jpg)
নিজস্ব প্রতিবেদন : বলিউডে ডেবিউ করছেন সারা আলি খান। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে 'কেদারনাথ' দিয়ে রুপোলি পর্দায় পা রাখছেন সইফ-অমৃতা-কন্যা। ইতিমধ্যেই সারার প্রথম সিনেমার 'ফার্স্ট লুক' প্রকাশ্যে এসেছে। যা দেখে উচ্ছ্বসিত বলিউডের একাংশ। সারা আলি খান-কে দেখে তাঁর মা অমৃতা সিং-এর কথা মনে পড়ছে বলেও সমালোচকদের একাংশ দাবি করছেন। যা নিয়ে সইফ আলি খান-ও বেশ খুশি। কিন্তু 'কফি উইথ করণ'-এ হাজির হয়ে সারা আলি খানের এমন একটি ভিডিও প্রকাশ্যে এল, যা দেখে স্তম্ভিত হয়ে যান সইফ।
আরও পড়ুন : ক্যান্সারে আক্রান্ত বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী
করণ জহরের চ্যাট শো-এ হাজির হয়ে সারা আলি খান যখন বাবা সইফ এবং সঞ্চালকের সঙ্গে কথা বলতে ব্যস্ত, সেই সময় সারার একটি পুরনো ভিডিও চালানো হয়। যে ভিডিওতে সারাকে দেখে প্রথমে চেনা যায়নি। এরপর আচমকাই ওই ভিডিও থেকে কান্নার সুর ভেসে আসতে শুরু করে।ভাল করে লক্ষ করলে দেখা যায়, ভিডিও শুটের মাঝে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন সারা আলি খান। যা দেখে সইফ প্রশ্ন করে বসেন, কী করছ তুমি?'
আরও পড়ুন : সইফ-কন্যা সারার জন্যই কি বরুণ-নাতাশার সম্পর্কে চিড়?
ভিডিওটি আরও ভাল করে লক্ষ করলে দেখা যায়, কোনও এক বন্ধুর সঙ্গে মজার ছলে অভিনয়ের আসর বসান সারা। আর সেই বন্ধুকে মৃত্যুর দৃশ্যে অভিনয় করিয়ে কাঁদতে শুরু করেন সইফ-কন্যা। কিন্তু পুরোটাই মজার ছলে। মেয়ের ওই পুরনো ভিডিও দেহে চমকে যান সইফ আলি খান। বাবার অভিব্যক্তি দেখে তাঁর সামনে 'বাবা ভুল হয়ে গিয়েছে' বলেও ক্ষমা চেয়ে নিতে দেখা যায় সারা আলি খান-কে।
দেখুন সেই ভিডিও..
যদিও এই ভিডিও দেখে প্রথমে যে আপনি সইফ-কন্যা অর্থাত 'কেদারনাথ' অভিনেত্রীকে চিনতে পারবেন না, তা কিন্তু পরিষ্কার। শুধু তাই নয়, ওই ভিডিওতে যে সারা আলি খান-কে দেখা যাচ্ছে,তাঁর ওজন নাকি ৯৬ কিলো। যদিও সইফ জানান, পিত্জা সহ বিভিন্ন রকমে তৈলাক্ত খাবারের অত্যধিক ভালবাসাই সারার ওই ওজনের মূল কারণ ছিল।