মোদীর বায়োপিকের মুক্তি আটকাতে কংগ্রেস নেতার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
সোমবারই এই মামলার শুনানি হয়েছিল। সেই শুনানিতে কংগ্রেস নেতার আইনজীবী মোদীর বায়োপিক মুক্তির আগেই দেখতে চেয়েছিলেন। ওই দাবি খারিজ করে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে।
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের মুক্তি আটকাতে তার উপর স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে মামলা করেছিলেন এক কংগ্রেস নেতা। তাঁর আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
সোমবারই এই মামলার শুনানি হয়েছিল। সেই শুনানিতে কংগ্রেস নেতার আইনজীবী মোদীর বায়োপিক মুক্তির আগেই দেখতে চেয়েছিলেন। ওই দাবি খারিজ করে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে।
আরও পড়ুন: মোদীর বায়োপিক নিয়ে কংগ্রেস নেতার আর্জি মানতে নারাজ সুপ্রিম কোর্ট
পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছিল যে স্থগিতাদেশ জারির জন্য কি কোনও যুক্তিগ্রাহ্য কারণ আছে? ওই সিনেমায় বিতর্কিত কোনও বিষয় আছে, তা মুক্তির আগেই কীভাবে বলা সম্ভব? তাই এ নিয়ে যুক্তিগ্রাহ্য কারণ চাওয়া হয়েছিল আবেদনকারী কংগ্রেস নেতার কাছে।
সেই মতো মঙ্গলবার এ নিয়ে শুনানি হয়। তার পরই ওই কংগ্রেস নেতার আবেদন শীর্ষ আদালতের তরফে খারিজ করে দেওয়া হয়। পাশাপাশি আদালত ওই আবেদনকে অপরিণত বলে উল্লেখ করেছে।
আরও পড়ুন: গুজরাতের ভদোদরা থেকে বিজেপির টিকিটে প্রার্থী হতে চান বিবেক ওবেরয়
কারণ, পিএম নরেন্দ্র মোদী নামের ওই সিনেমা এখনও সেন্সর বোর্ডের শংসাপত্র পায়নি। এখন সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন যোশী। তিনি একটি সংবাদসংস্থাকে জানিয়েছিলেন যে ওই সিনেমা এখন সেন্সর বোর্ডের বিচারাধীন।
এই প্রসঙ্গ সোমবারের শুনানিতে উঠেছিল। এদিনও ওঠে। আর তা উল্লেখ করেই কংগ্রেস নেতার আবেদনকে অপরিণত বলে জানানো হয়েছে।
Supreme Court dismisses a plea seeking stay on release of Vivek Oberoi starrer biopic 'PM Narendra Modi'. The Bench says the film has not yet been issued the certificate by Censor Board. Court says it is to be decided by the EC whether the movie can violate Model Code of Conduct. pic.twitter.com/UA2pU90wfz
— ANI (@ANI) April 9, 2019
চলতি বছরের শুরুর দিকে মোদীর বায়োপিকের বিষয়টি সামনে আসে। তার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সিনেমা। লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এই সিনেমার মুক্তির তারিখ নিয়েও বিতর্ক তৈরি হয়।
এদিকে নির্বাচনের মধ্যে সিনেমার মুক্তি আটকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক কংগ্রেস কর্মী। সেই আবেদনই খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্তা ও বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: প্রথম দফার ভোটের দিনই মুক্তি পাবে মোদীর বায়োপিক
প্রসঙ্গত, এর আগে মোদীর বায়োপিক আটকাতে একাধিক হাইকোর্টে মামলা হয়েছে। প্রতিবারই আবেদন খারিজ করে বিষয়টি নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত বলে জানানো হয়েছে।