Shiboprasad Mukherjee: 'অশ্লীল' ট্রোলের শিকার শিবপ্রসাদ, AI দিয়ে স্ত্রীর ছবি বিকৃতি! পুলিসের দ্বারস্থ পরিচালক...

Shiboprasad Mukherjee: একাধিক স্ক্রিনশট সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া। সেই স্ক্রিনশটে দেখা যায় শিবপ্রসাদকে অশ্লীল ভাষায় আক্রমণ করছে একদল ট্রোলার। এবার তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ভবানী ভবনে গেলেন তারকা দম্পতি?

Updated By: Jan 8, 2025, 08:26 PM IST
Shiboprasad Mukherjee: 'অশ্লীল' ট্রোলের শিকার স্ত্রী জিনিয়া, থানায় অভিযোগ দায়ের শিবপ্রসাদের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই অশ্লীল ট্রোলের মুখে পড়তে হয় তারকাদের। কখনও ছবি পোস্ট করে, কখনও আবার ছবি বানিয়েও কটাক্ষে জেরবার হতে হয় তারকাদের। এবার সেরকমই অশ্লীল কটাক্ষের শিকার শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee)। এমনকী এই বিষয়ের বিরোধীতা করে ট্রোলারদের শিকার হয়েছেন পরিচালকপত্নী তথা চিত্রনাট্যকার জিনিয়া সেনও (Zinia Sen)। এবার এর বিরুদ্ধে অভিযোগ জানাতে ভবানী ভবনে গেলেন তারকা দম্পতি?

আরও পড়ুন- Ajith Kumar Accident: ভয়ংকর দুর্ঘটনা! ১৮০ কিমি বেগে গাড়ি নিয়ে ধাক্কা দক্ষিণী নায়ক অজিতের...

মঙ্গলবার আচমকা শিবপ্রসাদকে আক্রমণ করে একদল ব্যক্তি, যারা সুপারস্টার দেবের ফ্যান (Dev's Fan)। একাধিক স্ক্রিনশট সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া। সেই স্ক্রিনশটে লেখা, ‘দেবদার সাথে রিলিজ বন্ধ কর নাহলে তোর অবস্থা খারাপ করে দেব। দেব ফ্যান-পাওয়ার জানিস না কি জিনিস, ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা নাহলে আমরা দেব ফ্যানরা মিলে তোকে শুধরে দেব।’ এখানেই শেষ নয়। অশ্লীলভাষায় গালিগালাজও করা হয়েছে পরিচালক-অভিনেতাকে। 

সোশ্যাল মিডিয়ায় জিনিয়া লেখেন, ‘ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশাল মিডিয়া লাইফের একটা অংশ। অন্তহীন ট্রোলিং, মুক্তির দিনে কাউন্টার ভোটিং আমাদের সিনেমাকে আটকাতে পারেনি, পারবেও না। যতই আইটি সেল আর রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতা থাক। ঠিক যেমনটা ‘পুষ্পা’ বলেছিল, হাম ঝুঁকেগা নেহি…।’মঙ্গলবার দিনভর এই বিষয়ে সোশাল মিডিয়া ছিল উত্তপ্ত। 

আরও পড়ুন- Rubel-Sweta Wedding: জানুয়ারিতেই বিয়ে, আমন্ত্রণপত্রে শ্বেতার সিঁথিতে সিঁদুর রুবেলের! ভাইরাল কার্ড...

বুধবার প্রকাশ্যে আসে একটি ছবি যেখানে দেখা যায় ভবানী ভবন থেকে বেরিয়ে আসছেন শিবপ্রসাদ-জিনিয়া। কটাক্ষের কারণেই কি গোয়েন্দা দফতরে নালিশ জানাতে গিয়েছেন তারকাদম্পতি? যদিও এব্যাপারে মুখ খোলেননি দুজনের কেউই। কারোর কারোর দাবি নেটপাড়ার ট্রোলারদের বিরুদ্ধে নালিশ জানাতেই ভবানী ভবন গিয়েছেন তাঁরা। কেউ কেউ আবার বলছেন তাঁদের আগামী ছবি তথা রক্তবীজের সিক্যুয়েলের প্রি প্রোডাকশনের কাজে গিয়েছিলেন তাঁরা। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.