Delhi Assembly Election 2025: বিজেপির সামনে বড় পরীক্ষা, দিল্লি বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন
Delhi Assembly Election 2025: ২০১৫ ও ২০২০ সালের পর এবারও হ্যটট্রিকের জন্য ঝাঁপাবে আম আদমি পার্টি। গতবার দুবার তারা ক্রমাগত ৬৭ ও ৬২টি আসন পেয়েছিল। ফলে এবার বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। অরবিন্দ কেজরিওয়াল-সহ আপের বেশ কয়েকজন নেতা জেলে গিয়েছেন। ফের ভোটে জিতে ক্ষমতায় আসবেন বলে প্রতিজ্ঞা করেছেন কেজরিওয়াল। এবার সেই ভোটের দিন ঘোষণা করল কমিশন। দিল্লি বিধানসভায় ৭০ আসনে নির্বাচন হবে আগামী ৫ ফেব্রুয়ারি। ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ভোট প্রক্রিয়ার কোনও গলদ নেই। ৪২ বার আদালত ভরসা রেখেছে ইভিএমের প্রতি।
আরও পড়ুন-পাশ থেকে চেপে দিল বেসরকারি বাস, ডিভাইডারে ধাক্কা মেরে মর্মান্তিক মৃত্যু চিকিত্সকের
উল্লেখ্য, ২০১৫ ও ২০২০ সালের পর এবারও হ্যটট্রিকের জন্য ঝাঁপাবে আম আদমি পার্টি। গতবার দুবার তারা ক্রমাগত ৬৭ ও ৬২টি আসন পেয়েছিল। ফলে এবার বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। যে কংগ্রেস ১৫ বছর দিল্লি শাসন করেছে তাদেরও এবার জোর লড়াই।
ইতিমধ্য়েই দিল্লির ৭০ বিধানসভার মধ্যে ২৯ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। সব আসনে প্রার্থী ঘোষণা করেছে আপও। আগামী ১০ জানুয়ারি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি। পরের দিন স্ক্রুটিনি। ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এবার দিল্লিতে ভোট দেবেন ১.৫ কোটি ভোটদাতা। এর মদ্যে ৮৩ লাখ পুরুষ ও ৭০ লাখ মহিলা ভোটার। এদিন এক সাংবাদিক সম্মেলনে মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, দেশের ভোটদাতারা খুবই সচেতন।
ভোটের দামামা বাজার অনেক আগে থেকেই আপ বলা শুরু করেছে, ভোটার লিস্টে জালিয়াতি করেছে বিজেপি। অন্যদিকে, বিজেপি আগে থেকেই আপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খাড়া করেছে। ভোটের জন্য রোহিঙ্গাদের সমর্থন করছে আপ। অন্যদিকে, কংগ্রেসের দাবি, টাকা ছড়িয়ে ভোট করাতে চাইছে আপ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)