রইসের ট্রেলার, ম্যারিটাল রেপ নিয়ে ক্যাটের কথা-এক নজরে শো বিজের সব খবর
মুক্তি পেল রইসের ট্রেলার। দেশজোড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেলার লঞ্চ করলেন শাহরুখ নিজেই।
Updated By: Dec 7, 2016, 07:39 PM IST
![রইসের ট্রেলার, ম্যারিটাল রেপ নিয়ে ক্যাটের কথা-এক নজরে শো বিজের সব খবর রইসের ট্রেলার, ম্যারিটাল রেপ নিয়ে ক্যাটের কথা-এক নজরে শো বিজের সব খবর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/07/72375-beauty.jpg)
ওয়েব ডেস্ক: মুক্তি পেল রইসের ট্রেলার। দেশজোড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেলার লঞ্চ করলেন শাহরুখ নিজেই।
ম্যারিটাল রেপের বিরুদ্ধে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ। ধর্ষণের নথিবদ্ধ করার সংখ্যা বাড়ায় খুশি তিনি।
কিডস চয়েস অ্যাওয়ার্ডে হাজির বলিউড। আইকন শাহরুখ-সলমন, সেরা অভিনেত্রী দীপিকা, সেরা অ্যাকশন স্টার টাইগার শ্রফ।
Tags: