করোনা আক্রান্ত, গভীর রাতেই হাসপাতালে ভর্তি Bappi Lahiri
অসুস্থ অবস্থায় বুধবার গভীর রাতে বাপ্পী লাহিড়িকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![করোনা আক্রান্ত, গভীর রাতেই হাসপাতালে ভর্তি Bappi Lahiri করোনা আক্রান্ত, গভীর রাতেই হাসপাতালে ভর্তি Bappi Lahiri](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/01/314261-3b10e2b9-9214-47bf-9063-5fc1d9a5041c.jpg)
নিজস্ব প্রতিবেদন: ফের নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ। বেশ কিছুদিন ধরেই মহারাষ্ট্রে একের পর এক করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে, যার রেস পৌঁছেছে বি-টাউনেও। এবার Covid 19-এর কবলে জনপ্রিয় গায়ক, সুরকার বাপ্পী লাহিড়ি। জানা যাচ্ছে, অসুস্থ অবস্থায় বুধবার গভীর রাতে বাপ্পী লাহিড়িকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাপ্পী লাহিড়ির মেয়ে রিমা লাহিড়ি বনশল জানিয়েছেন, তাঁর সঙ্গীত পরিচালক বাবা যথাযত সাবধানতা মেনেই চলছিলেন। তাঁর করোনা লক্ষণও সামান্য। তবে বয়সের কথা মাথায় রেখে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। করোনার যাতে ঠিকমত চিকিৎসা হয়, সেকারণেই এই সিদ্ধান্ত। রিমা লাহিড়ির আরও জানান, ''আশাকরি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। যাঁরা তাঁর জন্য প্রার্থনা করছেন, তাঁদের ধন্যবাদ।''
আরও পড়ুন-ব্লাড ক্যান্সারে আক্রান্ত কিরণ খের, মন খারাপ বলিউডের
প্রসঙ্গত, মার্চেই Covid19-এর টিকা নেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করিয়েছিলেন বাপ্পী লাহাড়ি। সেকথা ইনস্টাগ্রামের মাধ্যমে সকলকে জানিয়েও ছিলেন। তবে শেষপর্যন্ত টিকা নিয়েছিলেন কিনা তা অবশ্য স্পষ্ট নয়।