Sonu Nigam: 'দাঁড়াতে হলে ভোটে দাঁড়ান', কলকাতার কনসার্টে বিশৃঙ্খলা! রেগে লাল সোনু...

Sonu Nigam Concert in Kolkata: কোমরের ব্যথায় পুনের কনসার্টে গান গাইতে গিয়ে মাঝপথে থামাতে হয়েছিল অনুষ্ঠান। কিন্তু তিনি হার মানার পাত্র নন। সুস্থ হয়েই কলকাতায় কনসার্ট করতে হাজির হন সোনু। সেখানেই মেজাজ হারালেন গায়ক। 

Updated By: Feb 10, 2025, 06:13 PM IST
Sonu Nigam: 'দাঁড়াতে হলে ভোটে দাঁড়ান', কলকাতার কনসার্টে বিশৃঙ্খলা! রেগে লাল সোনু...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিন কয়েক আগেই কোমরের অসহ্য যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম (Sonu Nigam)। পুনের কনসার্টে গান গাইতে গিয়ে মাঝপথে থামাতে হয়েছিল অনুষ্ঠান। যন্ত্রণার জেরে পরিপূর্ণ দর্শকাসন ছেড়ে নেমে আসতে হয়েছিল গায়ককে। তবে থেমে যাননি তিনি। ব্যথা থেকে খানিক স্বস্তি মিলতেই কলকাতায় কনসার্ট করতে এলেন সোনু। 

আরও পড়ুন- Taslima Nasrin | Azmeri Haque Badhan: 'গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বলল, কী করেছে?', বাঁধনকে খোঁচা তসলিমার...

রবিবার ৯ ফেব্রুয়ারি অ্যাকোয়াটিকায় আয়োজিত হয়েছিল রোমান্টিক কন্ঠের বাদশা সোনু নিগমের কনসার্ট। তবে এদিনের কনসার্টে শ্রোতাদের উপর বেজায় চটলেন গায়ক। কী এমন ঘটল যে মেজাজ হারালেন সোনু। জানা যায় যে তাঁর গানের মাঝে দর্শকদের কেউ কেউ উঠে দাঁড়ানোয় ক্ষুব্ধ হন তিনি। 

গান থামিয়ে সোনুকে কড়া ভাষায় দর্শকদের উদ্দেশ্যে বলতে শোনা গেল, 'যদি আপনারা দাঁড়াতেই চান তাহলে নির্বাচনে গিয়ে দাঁড়ান। দয়া করে বসুন। আমার কত সময় নষ্ট হচ্ছে জানেন'। ওখানে উপস্থিত দর্শকদের অবশ্য অনেকেরই মত, সোনু রেগে যাননি, তিনি শ্রোতাদের উদ্দেশ্যে এই কথা বলেন কারণ তিনি সময় নষ্ট করতে চাননি। অনেকেই প্রশ্ন তুলেছে আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে। 

আরও পড়ুন- Saif Ali Khan Attacked: রক্তাক্ত ছেলের হাত ধরে ঘুমপাড়ানি গান গাইছিলেন শর্মিলা...

প্রসঙ্গত, বলিউডে নব্বই ও ২০০০ সাল পরবর্তী ২ দুশক ধরে বলিউডে প্রেমের গানের প্রায় সমার্থক সোনু নিগম। সামনেই আসছে প্রেমের দিন। ভ্যালেন্টাইনস-ডের আগে গানে, গানে শহরকে ভালবাসায় ভরিয়ে দিতে রোমান্টিক কন্ঠের বাদশা সোনু নিগম এসেছিলেন কলকাতায়। নব্বইয়ের দশক থেকে সমসাময়িক বিভিন্ন সঙ্গীত পরিচালকের সুরে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সোনু। অনু মালিক, যতীন - ললিত, আনন্দ-মিলিন্দ, এ.আর.রহমান, বিশাল-শেখর, শঙ্কর -এহসান-লয় সহ আরও অনেক সঙ্গীত পরিচালকের জীবনের বেশ কিছু সেরা গানের কন্ঠশিল্পী সোনু নিগম। পেয়েছেন পদ্মশ্রী সম্মান। মহম্মদ রফির অনুরাগী সোনুকে তাঁর যথার্থ উত্তরসূরী বলা যায়। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.