বাড়িতে ফেরাচ্ছেন অসহায় মানুষদের, পরিযায়ী শ্রমিকদের 'ত্রাতা' সোনুতে আপ্লুত নেট জনতা
চুপচাপ কাজ করে যাচ্ছেন সোনু সুদ
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![বাড়িতে ফেরাচ্ছেন অসহায় মানুষদের, পরিযায়ী শ্রমিকদের 'ত্রাতা' সোনুতে আপ্লুত নেট জনতা বাড়িতে ফেরাচ্ছেন অসহায় মানুষদের, পরিযায়ী শ্রমিকদের 'ত্রাতা' সোনুতে আপ্লুত নেট জনতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/05/23/251578-sonu-on-bus.jpg)
নিজস্ব প্রতিবেদন : মহারষ্ট্র থেকে কখনও কর্নাটক আবার কখনও উত্তরপ্রদেশ। বিভিন্ন রাজ্যের পরিষায়ী শ্রমিকদের তাঁদের নিজেদের বাড়িতে ফেরাচ্ছেন সোনু সুদ। নিজের সাধ্যমতো চেষ্টা করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে পরিযায়ী শ্রমিকদের তাঁদের পরিজনদের কাছে পাঠাচ্ছেন বলিউড অভিনেতা।
পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠানোর জন্য শুরু বাসের ব্যবস্থাই নয়, তাঁদের খাইয়ে তবেই গাড়িতে তুলছেন সোনু। গোটা দেশ যখন করোনা এবং লকডাউনের জোড়া ফলায় বিদ্ধ, সেই সময় সোনু সুদের এই কর্মকাণ্ড নজর কাড়ছে নেটিজেনদের।
ট্যুইটারে ইতিমধ্যেই সবাইকে ছাপিয়ে ট্রেন্ড করতে শুরু করেছে সোনু সুদের নাম। শুধু তাই নয়, সোনু সুদকে পরীযায়ী শ্রমিকদের ত্রাতা বলে উল্লেখ করতে শুরু করেছেন অনেকে। লকডাউনের জেরে যখন খালি পেটে মাইলের পর মাইল হাঁটছেন পরিযায়ী শ্রমিকরা, তখন সোনু তাঁদের জন্য যা করছেন, তা অভাবনীয় বলেও মন্তব্য করতে শুরু করেন অনেকে।
ট্যুইটারসহ বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে ইতিমধ্যেই সোনু সুদের কাছে অনেকে সাহায্য চাইতে শুরু করেছেন। সবকিছু মিলিয়ে, সোনু সুদের কর্মকাণ্ডে আপ্লুত প্রায় গোটা দেশের মানুষ।