রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক হাজির সিবিআইয়ের সামনে, চলছে জিজ্ঞাসাবাদ
রিয়া চক্রবর্তী কিংবা তাঁর পরিবারের কেউ সমন পাননি বলে দাবি করেন অভিনেত্রীর আইনজীবী
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক হাজির সিবিআইয়ের সামনে, চলছে জিজ্ঞাসাবাদ রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক হাজির সিবিআইয়ের সামনে, চলছে জিজ্ঞাসাবাদ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/24/270897-rheas-brother-cbi.jpg)
নিজস্ব প্রতিবেদন : রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে ডিআরডিও গেস্ট হাউজে সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।
আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর সঙ্গে আধ্যাত্মিক গুরুর যোগ? সিবিআইয়ের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য!
প্রসঙ্গত, রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে দাবি করেন, সুশান্তের মৃত্যুর মামলায় সিবিআইয়ের কোনও সমন হাতে পাননি রিয়া চক্রবর্তী। অভিনেত্রীর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী কিংবা ভাই সৌভিক চক্রবর্তী, কারও হাতেই এসে পৌঁছয়নি সিবিআইয়ের সমন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে তাঁদের সমন পাঠানো হলে, অবশ্যই তাঁরা জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেবেন। রিয়া কিংবা তাঁর পরিবার আইন মেনে চলেন। তাই মুম্বই পুলিসের জিজ্ঞাসাবাদের সময় যেমন তাঁরা হাজির হয়েছিলেন, এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের ডাকেও হাজির হবেন। রিয়ারা নোটিস পাননি বলে আইনজীবীর দাবির পরও সোমবার নির্দিষ্ট সময় ডিআরডিও গেস্ট হাউজে হাজির হন সৌভিক চক্রবর্তী।
আরও পড়ুন : মহেশ ভাটের সঙ্গে জিয়া খানের ঘনিষ্ঠ ভিডিয়ো, হু হু করে ভাইরাল অন্তর্জালে
এদিকে সোমবার সুশান্তের অ্যাকাউন্ট্যান্ট এবং সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করবে বলে খবর।